1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
কুল-বিএসপিএ ২০২৩ এ বর্ষসেরা ক্রীড়াবিদ হলেন অ্যাথলেট ইমরানুর রহমান - DeshBideshNews
November 24, 2024, 11:53 pm
 

কুল-বিএসপিএ ২০২৩ এ বর্ষসেরা ক্রীড়াবিদ হলেন অ্যাথলেট ইমরানুর রহমান

  • Update Time : Tuesday, April 23, 2024
  • 96 Time View
কুল-বিএসপিএ ২০২৩ এ বর্ষসেরা ক্রীড়াবিদ হলেন অ্যাথলেট ইমরানুর রহমান
কুল-বিএসপিএ ২০২৩ এ বর্ষসেরা ক্রীড়াবিদ হলেন অ্যাথলেট ইমরানুর রহমান

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা : ইমরানুর রহমান ২০২৩ সালের কাজাখস্তানের আস্তানায় এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপে ৬০মিটার প্রেস্টিজিয়াস ইভেন্টে বাংলাদেশের ইতিহাস সৃষ্টি স্বর্ণ জয় করেন যা এশিয়ার দরকারে এমন অর্জন বাংলাদেশে প্রথম। একই বছরে ইমরানুর এশিয়ার র্্যাংকিয়ে ১ম স্থান অর্জন করেন। এমনকি ওয়ার্ল্ড ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপে ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করেন।

কুল-বিএসপিএ ২০২৩ এ বর্ষসেরা ক্রীড়াবিদ হলেন অ্যাথলেট ইমরানুর রহমান

দেশের ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া লেখকদের সুপ্রাচীন সংগঠন বিএসপিএ ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবার দুই বছর পর অর্থাৎ ১৯৬৪ সাল থেকে সেরা ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্টদের পুরস্কৃত করে আসছে সংগঠনটি। তারই ধারাবাহিকতায় গতকাল ২১ এপ্রিল রোববার জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২০২৩ সালের সেরাদের পুরস্কার তুলে দেয়া হয়। দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান পেয়েছেন বর্ষসেরা ক্রীড়াবিদের স্বীকৃতি।

বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজিবের সভাপতিত্বে জমকালো অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

কুল-বিএসপিএ ২০২৩ এ বর্ষসেরা ক্রীড়াবিদ হলেন অ্যাথলেট ইমরানুর রহমান

পুরস্কার পেলেন যারা
স্পোর্টস পারসন অব দ্য ইয়ার : চ্যাম্পিয়ন- ইমরানুর রহমান (অ্যাথলেটিক্স), রানার্সআপ- নাজমুল হোসেন শান্ত (ক্রিকেট) ও রাকিব হোসেন (ফুটবল)। পপুলার চয়েজ অ্যাওয়ার্ড- শেখ মোরসালিন (ফুটবল), বর্ষসেরা ক্রিকেটার (পুরুষ)- নাজমুল হোসেন শান্ত, বর্ষসেরা ক্রিকেটার (নারী)- ফারজানা হক পিংকি, বর্ষসেরা ফুটবলার- রাকিব হোসেন, বর্ষসেরা অ্যাথলেট (ট্র্যাক অ্যান্ড ফিল্ড)- ইমরানুর রহমান, বর্ষসেরা বক্সার- সেলিম হোসেন, বর্ষসেরা শুটার- কামরুন নাহার কলি, বর্ষসেরা টেবিল টেনিস খেলোয়াড়- রামহিম লিয়ন বম , উদীয়মান ক্রীড়াবিদ- শেখ মোরসালিন (ফুটবল), বর্ষসেরা দলগত সাফল্য- অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল, সক্রিয় সংস্থা- প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বর্ষসেরা কোচ- আলফাজ আহমেদ, তৃণমূলের ক্রীড়াব্যক্তিত্ব- মোয়াজ্জেম হোসেন (ভারোত্তোলন), বর্ষসেরা সংগঠক- হাবিবুর রহমান (কাবাডি) ও বিশেষ সম্মাননা- মনজুর হোসেন মালু।

মোঃ তালহা

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ