দেশ-বিদেশ নিউজ ডেস্ক : শক্তির বিচারে গ্রুপ বি এর দলগুলোর মধ্যে এগিয়ে ইংল্যান্ডই। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ড্রয়ে দলটির গ্রুপ সেরা হওয়া নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়। শেষ ম্যাচে সেসব শঙ্কাকে অবশ্য উড়িয়ে দিয়েছেন হ্যারি কেইনরা। ওয়েলসকে বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ সেরা হয়েই বিশ্বকাপের শেষ ষোলতে পা রেখেছে ইংলিশরা।
আহমেদ বিন আলী স্টেডিয়ামে সোমবার ওয়েলসকে ৩-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। ইংলিশদের হয়ে জোড়া গোল করেছেন মার্কাস র্যাশফোর্ড। বাকি একটি গোল করেছেন ফিল ফোডেন।
বারবার সুযোগ মিসের খেসারত দিয়েছে ইংল্যান্ড। প্রথমার্ধে থাকতে হয়েছে গোলশূন্য। ইংল্যান্ড বারবার আক্রমণের চেষ্টা করে উঠে এসেছে। বেশ কয়েকটি সুযোগও পেয়েছিল। কিন্তু নিখুঁত ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি। রাশফোর্ড হতে শুরু করে কেন, সকলেই মিস করেন। মোট ৯টি শট নেয় তারা, ২টি ছিল অনটার্গেট। অন্যদিকে ওয়েলসের দুটি শটই ছিল লক্ষ্যহীন।
অবশেষে রাশফোর্ডের গোল। ৫০ মিনিটে তিনি লক্ষ্যভেদ করেন। ৫০ মিনিটে ফ্রি কিক পায় ইংল্যান্ড। ডান পায়ের জোরালো শটে বাম কোনা দিয়ে ঢুকিয়ে দেন ওয়েলসের জালে। হতভম্ব হয়ে যান গোলরক্ষক।
বিরতির পর দুই মিনিটে ইংল্যান্ডের দুই গোল। ৫১ মিনিটে নিজেদের ডিফেন্সে রাশফোর্ডের কাছে বল হারায় ইরান। এগিয়ে আসা বল পেয়েই বাম দিকে বাড়িয়ে দেন কেন। সেখানে থাকা ফোডেন দারুণ ক্রস শটে জড়িয়ে দেন জালে। এর আগে সহজ সুযোগ মিস করেছেন। এবার আর মিস হয়নি।
৬৮তম মিনিটে ফের গোল করে ইংল্যান্ডের ৩-০ গোলের জয় নিশ্চিত করেন রাশফোর্ড। এই জয়ের ফলে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে গেল ইংল্যান্ড।