দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ১০টি চারে ১০৭ রানের ঝলমলে সেঞ্চুরি হাঁকিয়েছেন বাবর আজম। ১৮তম সেঞ্চুরি করে হাশিম আমলাকে পেছনে ফেলে ওয়ানডেতে দ্রুততম ৫০০০ রানের রেকর্ডও গড়েছেন তিনি। এই কীর্তি গড়তে ৯৭ ইনিংস লেগেছে বাবরের আর আমলা করেছিলেন ১০১ ইনিংসে। বাবরের শতরানে নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে ১০২ রানে জিতেছে পাকিস্তান। এই জয় পাকিস্তানকে তুলে আনল ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে ১০৬ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাংকিংয়ের পঞ্চম স্থানে ছিল পাকিস্তান। এরপর সিরিজের প্রথম দুই ম্যাচে বাবররা বড় লক্ষ্য তাড়া করে জয় তুলে নিয়েছে। তৃতীয় ম্যাচে ২৬ রানের জয়ে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের তিনে উঠে আসে পাকিস্তান। তাদের সামনে ছিল কেবল ভারত ও অস্ট্রেলিয়া। এই দুই দলের রেটিং পয়েন্ট সমান ১১৩ করে। তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে পাকিস্তান।
র্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রাখতে হলে অবশ্য সিরিজের শেষ ম্যাচেও জিততে হবে পাকিস্তানকে। আগামীকাল রবিবার সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ ফের মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড। এই ম্যাচে হারলে আবারো র্যাংকিংয়ের তিনে নেমে যাবে পাকিস্তান। আর তাতে ফের শীর্ষে উঠবে অস্ট্রেলিয়া। তবে শেষ ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলেও শীর্ষেই থাকবে পাকিস্তান।