দেশ-বিদেশ নিউজ ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে কাল এশিয়া কাপ ক্রিকেট শুরু করবে বাংলাদেশ। আরব আমিরাতের শারজায় বাংলাদেশ সময় রাত আটটায় মাঠে গড়াবে ‘বি’ গ্রুপের ম্যাচটি। সুপার ফোরে উঠতে দুই দলের জন্যই ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ। এশিয়া কাপে গত দুই আসরের রানার্সআপ বাংলাদেশ। ২০১৬ সালে ঢাকায় টি-টোয়েন্টি ফরমেটে আর ২০১৮ সালে এই আরব আমিরাতে ওয়ানডে ফরমেটে ফাইনালে উঠে দু’বারই ভারতের কাছে শিরোপা হারায় টাইগাররা। এরপর টি-টোয়েন্টির গ্রাফটা নীচের দিকেই নেমেছে বাংলাদেশের।
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজে ৩-০’তে ও জিম্বাবুয়েতে ২-১’এ সিরিজ হেরে এশিয়া কাপে এসেছে সাকিব বাহিনী। ইনজুরির কারণে সঙ্গে নেই ফর্মে থাকা লিটন ও সোহান। মোটামুটি দুর্বল অবস্থানেই আছে টাইগাররা।
অন্যদিকে প্রথম ম্যাচে আফগানিস্তানের নবি-রশিদ-মুজিবরা ঘোল খাইয়ে ছেড়েছে লঙ্কানদের। আফগান ডেরার বিশ্বমানের স্পিনের পরীক্ষা দেবে সাকিব-মুশফিক-রিয়াদরা। দুবাইয়ে কোচ শ্রীরাম শ্রীধরনও নেটে ব্যাটসম্যানদের সেই অনুশীলন করিয়েছেন। শ্রীলংকাকে ১০৫ রানে গুটিয়ে দিয়ে আট উইকেটের জয়ে আসর শুরু করা আফগানদের বিপক্ষে চ্যালেঞ্জটা এবার আরও কঠিন।
আফগানদের বিপক্ষে আট ম্যাচের পরিসংখ্যানে ৩-৫ পিছিয়ে থাকা বাংলাদেশ গত মার্চে মিরপুরে খেলেছিলো শেষ দুই টি-টোয়েন্টি। প্রথমটি ৬১ রানে জিতে পরেরটি ৮ উইকেটে হেরেছিলো টাইগাররা।