1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
এমবাপ্পের জোড়া গোলে পিএসজি জয় - DeshBideshNews
November 24, 2024, 1:29 pm
 

এমবাপ্পের জোড়া গোলে পিএসজি জয়

  • Update Time : Wednesday, September 7, 2022
  • 223 Time View
এমবাপ্পের জোড়া গোলে পিএসজি জয়

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগ সাফল্য-ব্যর্থতার ওপরই নির্ভর করে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কোচদের ভবিষ্যৎ। উনাই এমেরি, থমাস তুখেল থেকে মরিসিও পচেত্তিনো। এদের সবাই ভুরি ভুরি ঘরোয়া সাফল্য এনে দিয়েও পিএসজির ডাগআউটে টিকে থাকতে পারেননি মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সাফল্য এনে দিতে না পারায়।

পিএসজির কাছে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্ব কতটা, দলটির নতুন কোচ ক্রিস্তোফ গালতিয়েরের সেটা তাই ভালোই জানার কথা। মঙ্গলবার দিবাগত রাতে তার অধীনে চ্যাম্পিয়ন্স লিগে দারুণ শুরু পেয়েছে পিএসজি। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে জুভেন্টাসকে ২-১ ব্যবধানে হারিয়ে শুরু হয়েছে তাদের এবারের চ্যাম্পিয়ন্স লিগ মিশন।

মঙ্গলবার রাতে পার্ক দ্যা প্রিন্সেসে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ‘এইচ’ গ্রুপের ম্যাচে জুভেন্টাসকে ২-১ গোলে হারায় পিএসজি। জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। এ ম্যাচেও শুরুর একাদশে নেমেও গোলের দেখা পাননি লিওনেল মেসি।

পঞ্চম মিনিটে নেইমার-এমবাপ্পে রসায়নে এগিয়ে যায় পিএসজি। নেইমারের তুলে দেওয়া হাওয়ায় ভাসা বল মাটিতে পড়ার আগেই বক্সের কোনা থেকে ডান পায়ের গতির শটে দূরের পোস্টে জাল খুঁজে নেন এমবাপ্পে। গোলকিপারের হাতে লাগলেও বল গিয়ে জালে জড়ায়।

১৮ মিনিটে দারুণ দক্ষতায় পিএসজিকে রক্ষা করেন দোন্নারুম্মা। ডান প্রান্ত থেকে হুয়ান কুয়ারদাদোর ক্রসে ছয় গজ বক্সের ভেতর থেকে মিলিকের মাপা হেড লাফিয়ে ফিরিয়ে দেন দোন্নারুম্মা।

চার মিনিট বাদেই ব্যবধান বাড়ায় পিএসজি। জোড়া গোল পূরণ করেন কিলিয়ান এমবাপ্পে। হাকিমির বাড়ানো পাসে গতির শটে লক্ষ্যভেদ করেন ফরাসি এই স্ট্রাইকার। ৫৩ মিনিটে এক গোল শোধ দেয় জুভেন্টাস। বাম প্রান্ত থেকে ফিলিপ কোস্টিকের মাপা ক্রসে হেডে গোল করেন ওয়েস্টন ম্যাকিনি। অবশ্য বাকি সময়ে রক্ষণ আগলে রেখে জয় নিশ্চিত করে পিএসজি। আগামী ৩ নভেম্বর তুরিনের আলিয়াঞ্জ অ্যারেনায় ফিরতি লেগে মুখোমুখি হবে জুভেন্টাস ও পিএসজি।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ