1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
এক যুগের সম্পর্ক ছিন্ন করে ম্যানইউকে বিদায় জানালেন দে হেয়া - DeshBideshNews
November 26, 2024, 2:51 am
 

এক যুগের সম্পর্ক ছিন্ন করে ম্যানইউকে বিদায় জানালেন দে হেয়া

  • Update Time : Sunday, July 9, 2023
  • 82 Time View
এক যুগের সম্পর্ক ছিন্ন করে ম্যানইউকে বিদায় জানালেন দে হেয়া

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের হাত ধরে ম্যানচেস্টার ইউনাইটেডে এসেছিলেন স্প্যানিশ গোলকিপার দাভিদ দে হেয়া। এরপর কেটে গেছে ১২ বছর। এক যুগের সম্পর্ক ছিন্ন করে এখন নতুন চ্যালেঞ্জের খোঁজে রয়েছেন এই গোলরক্ষক। ম্যানইউ ছাড়লেন তিনি।

ম্যানইউয়ের সঙ্গে এই বছরেই চুক্তি শেষ হয়ে গেছে দে হেয়ার। নতুন করে আর চুক্তি বাড়াতে চাননি তিনি। বিদায় বেলায় তিনি বললেন, ‘গত ১২ বছরের ভালোবাসার জন্য আমি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে চাই। প্রিয় স্যার অ্যালেক্স ফার্গুসন আমাকে এই ক্লাবে নিয়ে আসার পর থেকে আমরা অনেক কিছু অর্জন করেছি। নতুন চ্যালেঞ্জ গ্রহণের, নিজেকে আবার নতুন পরিবেশে টেনে নেওয়ার সঠিক সময় এটি। ম্যানচেস্টার সবসময় আমার হৃদয়ে থাকবে।’ ২০১১ সালে ১৮.৯ মিলিয়ন পাউন্ডে আতলেতিকো মাদ্রিদ থেকে ইউনাইটেডে আসেন দে হায়া। ১২ বছরে রেড ডেভিলদের হয়ে ৫৪৫ ম্যাচ খেলেছেন তিনি।

গত মৌসুমসহ প্রিমিয়ার লিগে গোল্ডেন গ্লাভ জিতেছেন দুইবার। ক্লাবটির হয়ে একটি প্রিমিয়ার লিগ, এফএ কাপ, ইউরোপা লিগ, দুটি লিগ কাপ, তিনটি কমিউনিটি শিল্ড শিরোপা জেতেন তিনি। তার নতুন গন্তব্য এখনো অজানা।এদিকে, দে হেয়ার জায়গা পূরণ করতে ইন্টার মিলান থেকে ক্যামেরুনিয়ান গোলরক্ষক আন্দ্রে ওনানাকে নেওয়ার চেষ্টা করছে ম্যানইউ।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ