দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ব্রেন্টফোর্ডের কাছে ইংলিশ প্রিমিয়ার লিগে হারের পর এফএ কাপের তৃতীয় রাউন্ডে হোঁচট খেলো লিভারপুল। গোলকিপার আলিসনের হাস্যকর ভুল ও এলোমেলো রক্ষণের কারণে উলভসের সঙ্গে ২-২ গোলে ড্র করলো তারা। ম্যাচটি আবারও খেলতে হবে দুই দলকে।
আধঘণ্টার মধ্যে উলভস এগিয়ে যায় লিভারপুলের উপহার দেওয়া গোলে। ২৬ মিনিটে আলিসনের থ্রো থেকে থিয়াগো প্রথমে বলের দখল হারান, লিভারপুল গোলকিপার ফিরে আসা বল সরাসরি পাস দেন প্রতিপক্ষের গনসালো গুয়েদেসকে। বল জালে পাঠাতে কষ্ট হয়নি তার।
বিরতির ঠিক আগে ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের ভাসানো বলে ডারউইন নুনেজ সমতা ফেরান। ৫২ মিনিটে মোহাম্মদ সালাহর গোল এগিয়ে দেয় লিভারপুলকে। এরপর তাদের এলোমেলো রক্ষণের সুযোগ নিয়ে ৬৬ মিনিটে হুয়াং হি-চ্যান সমতা ফেরান।
হেরেই যেতে বসেছিল লিভারপুল। টটি তাদের জালে বল পাঠিয়ে উল্লাসে মাতেন। তবে অফসাইডের পতাকা উড়ান লাইন্সম্যান। ভিএআরেও গোল বিল্ডআপের সময় অফসাইড ধরা পড়ে। আগামী ১০ দিনের মধ্যে দুই দলের রিপ্লে ম্যাচ হবে উলভসের মাঠে। এদিকে প্রিমিয়ার লিগে উড়তে থাকা নিউক্যাসেল ইউনাইটেড ২-১ গোলে শেফিল্ড ওয়েডনেসডের কাছে হেরে বিদায় নিয়েছে। হ্যারি কেনের একমাত্র গোলে ১-০ তে পোর্টসমাউথকে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছে টটেনহ্যাম হটস্পার।