1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ ড্র করল বাংলাদেশ - DeshBideshNews
November 26, 2024, 7:46 am
 

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ ড্র করল বাংলাদেশ

  • Update Time : Thursday, September 7, 2023
  • 84 Time View
আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ ড্র করল বাংলাদেশ

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : বসুন্ধরা কিংস অ্যারেনায় আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় তথা শেষ ফিফা প্রীতি ম্যাচটাও ড্র করেছে বাংলাদেশ। তবে এবার দুই দলই গোল পেয়েছে। ম্যাচের শুরুতেই বল দখলে লড়াই থেকে উত্তেজনা ছড়িয়েছিল ডাগআউটে। এর জেরে আফগানিস্তানের প্রধান কোচ আবদুল্লাহ আল মুতাইরি এবং বাংলাদেশের সহকারী কোচ হাসান আল মামুনকে লাল কার্ড দেখতে হয়েছে।

বাংলাদেশের খেলায় কোনো পরিকল্পনা ছাপ দেখা যায়নি। এলোমেলো ফুটবল খেললেও ৬ষ্ঠ মিনিটে ফ্রি কিকের সুযোগ আছে। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি জামাল ভূঁইয়ারা। ম্যাচটির ১৭তম মিনিটে বল দখলের লড়াই থেকে দুই দলের ফুটবলারদের মাঝে উত্তেজনা ছড়ায়।ডাগআউটে থাকা আফগান কোচ তেড়ে যান বাংলাদেশ শিবিরের দিকে। উভয়পক্ষের কথা কাটাকাটির পর রেফারি দেখান লাল কার্ড। বিরতির আগমুহূর্তে দারুণ সুযোগ পেয়েও ডি বক্স থেকে গোল করতে পারেননি অধিনায়ক জামাল। গোলশূন্য প্রথমার্ধের শেষদিকে বৃষ্টি নেমেছিল।

দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। বিরতি থেকে ফিরেই বাংলাদেশের জালে বল পাঠিয়ে দেন আফগানিস্তানের জাবার শারজা। গোল খেয়ে যেন হুঁশ ফিরে বাংলাদেশি ফুটবলারদের। পাল্টা আক্রমণ থেকে দ্রুতই বাংলাদেশকে সমতায় ফেরান মোরসালিন। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। উল্লেখ্য, একই ভেন্যুতে গত রবিবার দুই দলের প্রথম প্রীতি ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ