দেশ-বিদেশ নিউজ ডেস্ক : আজ রাত থেকেই শুরু হতে যাচ্ছে ফুটবল পায়ে ইউরোপ সেরা হওয়ার যুদ্ধ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরে লড়াই করতে প্রস্তুত ৩২ ক্লাব। এরপরই অপেক্ষা ফুরোবে ফুটবল অনুরাগীদের। সময় এসেছে রাত জেগে মঙ্গল ও বুধবারের ফুটবল-উয়েফা চ্যাম্পিয়নস লিগ নিয়ে বুঁদ হয়ে থাকার। প্রথম দিনেই শিরোপা ধরে রাখার মিশনে নামছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। রেকর্ড ১৪ বার ইউরোপ সেরা মুকুট পরেছে তারা।
একই সঙ্গে মাঠে নামছে দ্বিতীয় সফল দল এসি মিলানও। নতুন আসরের প্রথম দিন মাঠে নামছে ম্যানচেস্টার সিটি, চেলসি, পিএসজি, জুভেন্টাস, বরুশিয়া ডর্টমুন্ডের মতো দলগুলো। আজ রাতেই গ্রুপ পর্বের আটটি ম্যাচে খেলবে ১৬টি দল। আগামীকাল মাঠে নামবে ফেভারিট লিভারপুল, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখসহ বাকি ১৬টি দল।
আজ সবচেয়ে বড় ম্যাচ পিএসজি আর জুভেন্টাসের। পার্ক ডি প্রিন্সেসে গ্রুপ ‘এইচ’ এর লড়াইয়ে মুখোমুখি হবে প্যারিস আর ইতালিয়ান দুই জায়ান্ট। এছাড়া স্প্যানিশ দল সেভিয়ার মুখোমুখি হবে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। ম্যাচটি হবে সেভিয়ার মাঠ রেমন সানচেজ পিজুয়ানে।
আজ মুখোমুখি হচ্ছে যারা
১) রিয়াল মাদ্রিদ বনাম সেল্টিক (রাত ১টা)
২) পিএসজি বনাম জুভেন্টাস (রাত ১টা)
৩) সেভিয়া বনাম ম্যানচেস্টার সিটি (রাত ১টা)
৪) ডায়নামো ডাগরেভ বনাম চেলসি (রাত ১টা)
৫) সালজবুর্গ বনাম এসি মিলান (রাত ১টা)
৬) বরুসিয়া ডর্টমুন্ড বনামএফসি কোপেনহেগেন (রাত ১টা)
৭) লাইপজিগ বনাম শাখতার দানেৎস্ক (রাত ১টা)
৮) বেনফিকা বনাম মাকাবি হাইফা (রাত ১টা)