দেশ-বিদেশ নিউজ ডেস্ক : টকটিভিতে দেওয়া বিতর্কিত সাক্ষাৎকারটিই কাল হলো পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। সেই সাক্ষাৎকারে ম্যানচেস্টার ইউনাইটেড ও কোচ এরিক টেন হাগকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন সিআরসেভেন। কোচের প্রতি তার কোনো সম্মান নেই বলেও জানিয়েছিলেন রোনালদো। এর জেরে ক্লাব ছাড়তে হচ্ছে পাঁচবারের ব্যালন ডিঅরজয়ী এই তারকার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ম্যানইউ।
রোনালদো-ম্যানইউ উভয় পক্ষের সম্মতিতেই ক্লাব ছাড়ছেন রোনালদো। বিশ্বকাপের পর নতুন ঠিকানায় দেখা যাবে তাঁকে। এক বিবৃতিতে রোনালদো বলেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে আলোচনার পর উভয় পক্ষের সম্মতিতে চুক্তিটি বাদ করেছি। আমি ম্যানইউকে ভালোবাসি, এই ক্লাবের সমর্থকদের ভালোবাসি- যা কখনো পরিবর্তন হবে না।