দেশ-বিদেশ নিউজ ডেস্ক : সামনে ওয়ানডে বিশ্বকাপ। এর আগে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ডারবানে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১১১ রানে হারিয়েছে অজিরা। অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব পেয়েই ব্যাট তাণ্ডব চালিয়েছেন মিচেল মার্শ।
তার অপরাজিত ৯২ রানের সৌজন্যে ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। আগে ব্যাট করতে নেমে শুরুতে ট্রেভিস হেডকে হারালেও ম্যাথু শর্টকে নিয়ে প্রথম থেকেই আক্রমণাত্বকভাবে খেলতে থাকেন মার্শ। শর্ট, জশ ইংলিস এবং মার্কাস স্টয়নিস কম রানে ফিরলেও মার্শের থামার কোনো লক্ষণ ছিল না। মার্শকে দারুণ সঙ্গ দেন টিম ডেভিড।
৭টি চার এবং ৪টি ছয়ের সাহায্যে ২৮ বলে ৬৪ করেন ডেভিড। মার্শ ১৩টি চার এবং ২টি ছয়ের সাহায্যে ৪৯ বলে ৯২ রানে অপরাজিত থেকে যান। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২৬ তোলে অস্ট্রেলিয়া। ২২৭ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১৫ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ওপেনার রিজা হেনড্রিকস ৫৬ রানের ইনিংস খেলেন। হেনড্রিকস ছাড়া অজি বোলারদের সামনে কোনো প্রোটিয়া ব্যাটারই দাঁড়াতে পারেননি। ৪ ওভারে ৩১ রানে ৪ উইকেট নিয়েছেন তানভির সাঙ্গা। ১৮ রানে ৩ উইকেট নিয়েছেন স্টয়নিস। ২টি উইকেট স্পেন্সার জনসনের। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।