দেশ-বিদেশ নিউজ ডেস্ক : পাকিস্তানের পর এবার ভয়াবহ বন্যায় দিশেহারা সুদান। দেশটিতে ইতোমধ্যে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বন্যায়। এছাড়া মুষলধারে বৃষ্টিপাত হওয়ায় কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। কর্তৃপক্ষ দেশের সবচেয়ে ক্ষতিগ্রস্থ প্রদেশগুলোর মধ্যে ছয়টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে। বৃহস্পতিবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।
জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় বুধবার জানিয়েছে, ১৮টি প্রদেশের মধ্যে ১৫টিতে বন্যায় কমপক্ষে দুই লাখ ৫৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে।
আল-জাজিরার স্থানীয় সংবাদদাতা বলেছেন, গেজিরা প্রদেশকে সরকার দুর্যোগপ্রবণ বলে ঘোষণা দিয়েছে। বর্ষার শুরু থেকেই এখানে কয়েক ডজন গ্রাম তলিয়ে গেছে, শত শত পরিবার গৃহহীন হয়েছে।
ওয়াদ আলনাইমের বাসিন্দা অ্যাডাম ইসমাইল বলেন, আমরা ঘুম থেকে উঠেই দেখি ঘরে পানি ঢুকছে এবং আমরা যতোটা পেরেছি বের করেছি। প্রতি ঘণ্টায় আমরা শুনতে পাই একটি বাড়ি পড়ে গেছে, বা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে বা দেয়াল নেমে গেছে। কিছুই অবশিষ্ট নেই।