দেশ-বিদেশ নিউজ ডেস্ক : প্রবল তুষারপাতের ফলে সিকিমে আটকা পড়েছে বহু পর্যটক। প্রবল তুষারপাতের কারণে ৮৯টি গাড়িতে প্রায় ৯০০ পর্যটক আটকা পড়েছেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার বিকেল থেকে সিকিমের আবহাওয়া খারাপ হতে শুরু করে। ফলে পূর্ব সিকিমের নাথুলা ও ছাঙ্গুতে আটকে পড়েন পর্যটকেরা।
রাতেই সেনাবাহিনীর উদ্ধারকারী দল ওই এলাকায় রওনা দেয় এবং এ পর্যন্ত ১৫টি গাড়ি উদ্ধার করা হয়েছে বলে একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। রাত ১১টার মধ্যে অনেককে উদ্ধার করে ৪২ কিলোমিটার দূরে গ্যাংটকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। তবে এখনও বহু পর্যটক সেখানে আটকে রয়েছেন।
এক পুলিশ জানায়, নাথুলা ও ছাঙ্গু থেকে সিকিমের দিকে ফেরার পথে তুষারপাতের ফলে বহু গাড়ি আটকা পড়ে। এখন বরফ সরানোর কাজ চলছে। আটকে পড়া অনেককেই উদ্ধার করে নিকটবর্তী সেনা ছাউনিতে নিয়ে যাওয়া হয়েছে। সেনার চিকিৎসকেরা তাদের সেবা দিচ্ছেন এবং খাবারের ব্যবস্থাও করেছেন। প্রশাসন সম্প্রতি কয়েক দিনের জন্য সিকিমের নাথুলা এবং সোমগোতে পর্যটকদের জন্য পাস দেওয়া বন্ধ করেছে। পূর্ব সিকিমে প্রবল তুষারপাতের কারণে এই সিন্ধান্ত নেওয়া হয়েছে।