দেশ-বিদেশ নিউজ ডেস্ক : সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠান টুইটারের ব্যাপারে সংবাদ প্রকাশ করা কয়েকজন সাংবাদিকের অ্যাকাউন্ট স্থগিত করে দিয়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠান। টুইটারের ওই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ। যে সাংবাদিকদের টুইটার অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, সিএনএন ও ভয়েস অব আমেরিকাসহ বেশ কয়েকটি গণমাধ্যমের সাংবাদিক।
জাতিসংঘ এক টুইট বার্তায় জানিয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা ‘খেলনা নয়’। অন্যদিকে টুইটারকে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
জাতিসংঘের গ্লোবাল কমিউনিকেশনের আন্ডার সেক্রেটারি জেনারেল মেলিসা ফ্লেমিং বলেছেন, সাংবাদিকদের টুইটার থেকে নির্বিচারে বহিষ্কার করা হচ্ছে; এ ধরনের খবরে তিনি চরম বিরক্ত হয়েছেন।
তিনি বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা খেলনা নয়। মুক্ত গণমাধ্যম গণতান্ত্রিক সমাজের ভিত্তি এবং অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ের প্রধান হাতিয়ার। এর আগে শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের কমিশনার ভেরা জোরোভা টুইটারকে ইউরোপের নতুন ডিজিটাল পরিষেবা আইনের অধীনে নিষেধাজ্ঞার হুমকি দেন। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন, গণমাধ্যমের স্বাধীনতা এবং মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধা জানানো প্রয়োজন। ইলন মাস্কের এ ব্যাপারে সচেতন হওয়া দরকার। সীমারেখা রয়েছে। নিষেধাজ্ঞা শিগগিরই আসছে।
ইলন মাস্ক সাংবাদিকদের অ্যাকাউন্ট স্থগিত করার ব্যাপারে সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে এক টুইট বার্তায় তিনি বলেছেন, সারাদিন আমার সমালোচনা করওন, সেটা ঠিক আছে। তবে আমার অবস্থানকে জানিয়ে দেওয়া এবং আমার পরিবারকে বিপন্ন করাটা (ভালো) নয়। ইলন মাস্ক বলেছেন, ব্যক্তিগত তথ্য প্রকাশের ব্যাপারটা সাংবাদিকদের জন্যও প্রযোজ্য।বেশ নিশ্চয়তা দিয়ে দাবি করেছেন, ‘পানি দিয়ে ঢাকা’ দুটি গ্রহ আবিষ্কার করেছেন তাঁরা।