দেশ-বিদেশ নিউজ ডেস্ক : সমকামী যৌনতা নিষিদ্ধের একটি আইন বাতিল করছে সিঙ্গাপুর। এর ফলে দক্ষিণ এশিয়ার এই নগর রাষ্ট্রে সমকামিতা বৈধতা পেতে যাচ্ছে। কয়েক বছরের দীর্ঘ বিতর্কের পর রোববার দেশটির জাতীয় টেলিভিশনে সমকামে বৈধতার এই ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী লি সিয়েন লুং।
সিঙ্গাপুরের এলজিবিটি কর্মীরা দেশটির সরকারের এই পদক্ষেপকে ‘মানবতার জয়’ বলে প্রশংসা করেছেন। রক্ষণশীল মূল্যবোধের জন্য পরিচিত সিঙ্গাপুর। দীর্ঘদিন রক্ষণশীল মূল্যবোধ ধারণ করে আসছিল দেশটি। তবে সম্প্রতি নগর রাষ্ট্রটির অনেক বাসিন্দা সমকামিতাকে অবৈধ বলে চিহ্নিত করা দণ্ডবিধির ৩৭৭ এর ক ধারাটি বাতিলের দাবি জানিয়ে আসছে। সিঙ্গাপুরের আগে সমকামিতাকে বৈধতা দেওয়া এশিয়ার দেশগুলো হচ্ছে, ভারত, তাইওয়ান ও থাইল্যান্ড।
স্থানীয় সময় রোববার রাতে প্রধানমন্ত্রী লি হঠাৎ করে সমকামিতা নিষিদ্ধ করা আইনটি বাতিলের ঘোষণা দেন। তিনি বলেছেন, সঠিক কিছু করার এখন সময় এবং এমন কিছু যা অধিকাংশ সিঙ্গাপুরবাসী গ্রহণ করবে।
লি বলেন, ‘সমকামি মানুষদের এখন আরও ভালোভাবে গ্রহণ করা হবে। বর্তমান সামাজিক নৈতিকতা অনুযায়ী সিঙ্গাপুরের সমকামিরা কিছুটা স্বস্তি পাবে।’