আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়া’র ভূমধ্যসাগরে নৌকাডুবে ছয় অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন নৌকার ২৯ যাত্রী। শনিবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এই তথ্য জানিয়েছে। ( খবর আল জাজিরা’র )
আইওএম জানায়- লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর সাবরাথার উপকূলে নৌকাডুবির ওই ঘটনা ঘটে। আফ্রিকা থেকে লোকজন ইউরোপে যাওয়ার জন্য ভূমধ্যসাগরের ভয়ংকর এই রুট বেশি ব্যবহার করে।
আইওএম আরো জানায়- এখন পর্যন্ত ৬ জনের লাশ উদ্ধার করা হলেও ধারণা করা হচ্ছে এ ঘটনায় বাকি ২৯ যাত্রীরও সলিলসমাধি হয়েছে। শুক্রবার নৌকাটি ডুবে গেছে বলে মনে করা হচ্ছে। তবে কেন, কীভাবে নৌকাটি ডুবে গেছে, সেই বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
উল্লেখ, চলতি বছরের জানুয়ারি মাস থেকে এপ্রিল (১১ তারিখ) পর্যন্ত ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৪৭৬ জনের মৃত্যু হয়েছে।