1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
রাশিয়ায় আগ্নেয়গিরির ব্যাপক অগ্নুৎপাত - DeshBideshNews
November 28, 2024, 4:49 pm
 

রাশিয়ায় আগ্নেয়গিরির ব্যাপক অগ্নুৎপাত

  • Update Time : Tuesday, April 11, 2023
  • 70 Time View
রাশিয়ায় আগ্নেয়গিরির ব্যাপক অগ্নুৎপাত

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : রাশিয়ার সুদূর প্রাচ্যের কামচাটকা উপদ্বীপে অগ্ন্যুৎপাত শুরু করেছে একটি সক্রিয় আগ্নেয়গিরি। মঙ্গলবার আগ্নেয়গিরিটি থেকে উৎক্ষিপ্ত ছাই আকাশে বিশাল মেঘ সৃষ্টি করেছে। রাশিয়ার একাডেমি অব সায়েন্সেসের জিওফিজিক্যাল সার্ভের কামচাটকা শাখা জানিয়েছে, শিভেলুচ আগ্নেয়গিরিটি মধ্যরাতের ঠিক পরে অগ্ন্যুৎপাত শুরু করে। এটি এক লাখ আট হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে ছাইয়ের মেঘ তৈরি করেছে।

আগ্নেয়গিরি থেকে প্রবাহিত লাভার কারণে তুষার গলে গেছে এবং কাছাকাছি মহাসড়কে কাদা প্রবাহিত হয়েছে। গ্রামগুলোতে আট দশমিক ৫ সেন্টিমিটার গভীর ধূসর ছাইয়ে আস্তরণ পড়েছে, যা গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে গভীর।

ছবিতে দেখা গেছে, পূর্বের বন ও নদী এবং ছাইয়ে ঢাকা গ্রামগুলোর উপর মেঘ উড়ছে। জিওফিজিক্যাল সার্ভের কামচাটকা শাখার পরিচালক ড্যানিলা চেব্রোভ বলেন, ‘ছাই ২০ কিলোমিটার উঁচুতে পৌঁছেছে, ছাই মেঘ পশ্চিম দিকে সরে গেছে এবং আশেপাশের গ্রামগুলোতে অনেক বেশি ছাই পড়েছে। আগ্নেয়গিরিটি অন্তত এক বছর ধরে এর জন্য প্রস্তুতি নিচ্ছিল… এবং প্রক্রিয়াটি অব্যাহত রয়েছে, তবে এখন এটি কিছুটা শান্ত হয়েছে।’

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ