আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন- রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিকল্প হলো তৃতীয় বিশ্বযুদ্ধ। ব্লগার ব্রায়ান টাইলার কোহেনের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন বাইডেন। রাশিয়ার বার্তা সংস্থা তাসের খবরে এসব তথ্য জানানো হয়।
সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাইডেন বলেন- দুটো বিকল্প আমাদের হাতে আছে। এক, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করা, রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে যাওয়া। দুই, যে দেশটি আন্তর্জাতিক সব নিয়মনীতি লঙ্ঘন করছে, তার জন্য তাকে মূল্য দিতে বাধ্য করা।
বাইডেন বলেন- কোনো নিষেধাজ্ঞায় সত্ত্বর হচ্ছে না। তবে তিনি জানান- এসব নিষেধাজ্ঞা হবে ব্যাপক এবং ইতিহাসের বৃহত্তম। এর মধ্যে অর্থনৈতিক এবং রাজনৈতিক নিষেধাজ্ঞাও আছে।
সাক্ষাৎকার দেওয়ার আগেই প্রেসিডেন্ট বাইডেন সব মিলিয়ে ইউক্রেনের জন্য ৬০০ মিলিয়ন ডলার দেওয়ার বিষয়ে স্মারকে স্বাক্ষর করেছেন।