1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
রাশিয়া বাহিনীর ছোড়া চারটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ইউক্রেন - DeshBideshNews
November 25, 2024, 2:35 am
 

রাশিয়া বাহিনীর ছোড়া চারটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ইউক্রেন

  • Update Time : Sunday, June 5, 2022
  • 340 Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শহরকে লক্ষ্য করে ‍রাশিয়া বাহিনীর ছোড়া চারটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী। ৫ জুন রোববার একটি নিয়মিত আপডেটে এ তথ্য জানিয়েছে ইউক্রেনের অপারেশনাল কমান্ড।

এক বিবৃতিতে অপারেশনাল কমান্ড জানায়- রাতে সুমুদ্র থেকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ছোড়া ক্ষেপণাস্ত্র ইউক্রেনীয় বাহিনী ভূপাতিত করে। ওই ক্ষেপণাস্ত্রগুলো মাইকোলাইভকে লক্ষ করে ছোড়া হয়েছিল।

ইউক্রেনের রাজধানীর পূর্বাঞ্চলীয় দুটি জেলা ওই বিস্ফোরণে কেঁপে উঠেছে। ইউক্রেনের বিমান বাহিনী এবং কিয়েভের শহরের মেয়র ভিটালি ক্লিটসকো এ খবর নিশ্চিত করেছে বলে বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে জানিয়েছে।

কিয়েভের রেলওয়ে অবকাঠামোকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয় বলে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফের সহযোগী সের্হি লেশচেঙ্কো জানিয়েছেন।

কিয়েভের শহরের মেয়র ভিটালি ক্লিটসকো বলেন- ওই হামলায় আহত অন্তত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে প্রাণহানির খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ