আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ও ইউক্রেনের দ্বিতীয় দফায় বৈঠক শেষ। বৃহস্পতিবার (৩ মার্চ) বেলারুশে তিন ঘণ্টা ধরে চলা এই বৈঠকে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে সম্মত হয়েছে দুই দেশ। সেই সঙ্গে সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য আবারও বসার আশা জানিয়েছে রাশিয়া ও ইউক্রেন।
বৈঠক শেষে এক টুইট বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক জানান- দ্বিতীয় দফার বৈঠক শেষ। এবারও আশানুরূপ কোনো ফল পাওয়া না গেলেও বেসামরিক লোকদের সরিয়ে নিতে যৌথভাবে ‘মানবিক করিডোর’ খুলে দিতে সম্মত হয়েছে উভয়পক্ষ। একই সঙ্গে যুদ্ধবিধ্বস্ত এলাকায় আটকেপড়া মানুষের জন্য ওষুধ ও খাবার সরবরাহের বিষয়টিও নিশ্চিতে সম্মত হয়েছে।