আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ। হামলার মধ্যেই সোমবার (৭ মার্চ) ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা তৃতীয় দফা সমঝোতা বৈঠক করেন। সামান্য অগ্রগতির মধ্য দিয়ে এ বৈঠক শেষ হয়। আজ মঙ্গলবার (৮ মার্চ) চতুর্থ দফা সমঝোতা বৈঠক হওয়ার কথা। এর আগে দুই দফা বৈঠকেও দুই পক্ষের মধ্যে উল্লেখযোগ্য কোনো ফলাফল আসেনি।
তৃতীয় বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের একজন উপদেষ্টা বলেন- মানবিক করিডোর খোলার বিষয়ে রুশ প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ‘সামান্য ইতিবাচক’ অগ্রগতি হয়েছে। তবে বৈঠকে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।
অন্যদিকে ক্রেমলিনের একজন সহযোগী বলেছেন- বেলারুশের আলোচনা আমাদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। আমরা আশা করি পরের বার আমরা আরও উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে সক্ষম হব।