আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয় এলিজাবেথ ( এলিজাবেথ আলেকজান্ড্রা ম্যারি উইন্ডসর ) যুক্তরাজ্য ও অন্যান্য অধিভুক্ত অঞ্চলের রানি হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। ১৯২৬ সালের এই দিনে তিনি জন্ম গ্রহণ করেন। সেই হিসেবে তার বয়স এখন ৯৬ বছর। সিংহাসনের অধিকার পাওয়ার পর ৭০ বছর পার করেছেন তিনি। তিনিই প্রথম এত সময় সিংহাসনে থাকা কোনো রানি।
বিবিসি’র এক প্রতিবেদনে জানিয়েছে- সানদ্রিংহ্যাম প্রাসাদে জন্মদিনের আনুষ্ঠানিকতা পালন করবেন তিনি। একটি রাজকীয় হেলিকপ্টারে করে তাকে নর্থফোক রাজ্যের ওই প্রাসাদে নিয়ে যাওয়া হবে। যেখানে তিনি তার ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হবেন।
ব্রিটেনের হাজার বছরের ইতিহাসে রানি দ্বিতীয় এলিজাবেথ হলেন দ্বিতীয় ব্যক্তি। যুবরাজ ফিলিপের সাথে ১৯৪৭ সালের ২০ নভেম্বর বিয়ে হয় রানি দ্বিতীয় এলিজাবেথ’র।