দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ১৩ বছর ধরে ক্ষমতায় থেকে তিনি নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী নেতা হয়ে উঠেছেন। ইতিহাস সৃষ্টিকারী ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট সোমবার রাজনীতি ছাড়ার ঘোষনা দিয়েছেন।
চারটি সরকারকে আঘাত করা কেলেঙ্কারি থেকে বেঁচে থাকার জন্য রুটকে ‘টেফলন মার্ক’ ডাকনাম দেওয়া হয়েছে। মধ্য-ডানপন্ত্রী এ নেতা এর আগে বলেছিলেন, তিনি অভিবাসন বিতর্কে তার সর্বশেষ জোটের পতনের কারণে নির্বাচনের পর পদত্যাগ করবেন।
ইউরোপীয় ইউনিয়নে দ্বিতীয় দীর্ঘতম দায়িত্ব পালনকারী নেতা ৫৬ বছর বয়সী রুট বলেছেন, অবসরে যাওয়ার বিষয়ে তার ‘অনুভূতি মিশ্র’। তবে ‘দায়িত্ব হস্তান্তর করতে ভাল লাগছে’। সাইকেল চালানো ও মিতব্যয়ী জীবনযাপনকারী এ প্রধানমন্ত্রী এক দশকেরও বেশি অর্থনৈতিক উত্থান এবং করোনা মহামারীতে নেদারল্যান্ডসকে পরিচালনা করেছেন। কিছু সময় বিরতির পর নভেম্বরের মাঝামাঝি তিনি পঞ্চম মেয়াদে নির্বাচনে অংশ নেবেন বলে ব্যাপকভাবে প্রত্যাশিত ছিল। কিন্তু শুক্রবার জোটের পতন নিয়ে বিতর্কের সময় তিনি বিস্ময়কর ঘোষণা করেছেন। রুটে হতবাক আইনপ্রণেতাদের বলেন, ‘আমি ব্যক্তিগত কিছু বলতে চাই। আমাকে কী অনুপ্রাণিত করে তা নিয়ে গত কয়েক দিন ধরে জল্পনা-কল্পনা চলছে। একমাত্র উত্তর হলো নেদারল্যান্ডস।
গতকাল সকালে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর ভিভিডির (তার দলের) নতুন নেতা হওয়ার উপযুক্ত নই। নির্বাচনের পর যখন নতুন সরকার শপথ নেবে, তখন আমি রাজনীতি ছেড়ে দেব।’ প্রসঙ্গত, নেদারল্যান্ডসে আশ্রয়প্রার্থীদের সঙ্গে পুনরায় মিলিত হওয়ার অনুমতিপ্রাপ্ত যুদ্ধ অঞ্চল থেকে পরিবারের সদস্যদের সংখ্যা কমানোর পরিকল্পনা করেছিলেন রুট। সেই কারণে শুক্রবার তার জোট সরকার ভেঙে পড়ে। রুট গত বছর জনাকীর্ণ একটি অভিবাসনকেন্দ্রে কেলেঙ্কারির পর আগমনের সংখ্যা রোধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
ওই কেন্দ্র একটি শিশু মারা গিয়েছিল এবং শত শত উদ্বাস্তু বাইরে ঘুমাতে বাধ্য হয়েছিল। রুটের মতে, তার ক্ষমতায় থাকা সময়ের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাটি ছিল ২০১৪ সালে। ইউক্রেনের ওপর দিয়ে যাওয়া মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ১৭-কে গুলি করে নামানো। আমস্টারডাম থেকে কুয়ালালামপুর যাওয়া ওই বিমানের ২৯৮ ভুক্তভোগীদের বেশিরভাগই ছিল ডাচ। এদিকে প্রতিবেশী ইইউ মিত্র বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু টুইট করেছেন, ‘সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ মার্ক রুট। শুধু নেদারল্যান্ডসই আপনাকে মিস করবে না।’
এ ছাড়া পার্থক্য থাকা সত্ত্বেও রুটের ডাচ প্রতিদ্বন্দ্বীরা তার প্রশংসা করেছেন, যার মধ্যে ডানপন্থী নেতা গির্ট ওয়াইল্ডার্সও আছেন। ইসলামবিরোধী পিভিভি দলের নেতা ওয়াইল্ডার্স সংসদে বলেছেন, ‘আপনার পছন্দগুলো আমাদের পছন্দ ছিল না। কিন্তু আপনি দৃঢ় বিশ্বাসের সঙ্গে সেগুলো করেছেন। এটি অনেক সম্মানের যোগ্য।’ বিরোধী দলগুলো পার্লামেন্টে একটি পরিকল্পিত অনাস্থা প্রস্তাব বাতিল করেছে, যা তাকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে পদচ্যুত করবে। তবে রুটের নিজের দলে কোনো সুস্পষ্ট উত্তরসূরি নেই। এদিকে রুট ইঙ্গিত দিয়েছেন তিনি হেগে একজন খণ্ডকালীন শিক্ষক হিসেবে তার কাজ চালিয়ে যাবেন। তিনি বলেন, ‘সম্ভবত আমি কয়েক দিনের জন্য এটি করব।’