1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী বরখাস্ত - DeshBideshNews
November 26, 2024, 1:59 am
 

যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী বরখাস্ত

  • Update Time : Friday, October 7, 2022
  • 101 Time View
যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী কনর বার্নস

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী কনর বার্নসকে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর ১০ নং ডাউনিং স্ট্রিট জানিয়েছে, গুরুতর অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, গুরুতর অপরাধের অভিযোগের পর, প্রধানমন্ত্রী কনর বার্নসকে তাৎক্ষণিক সরকারের দায়িত্ব ছাড়তে বলেছেন।

তিনি আরও বলেছেন, এই অভিযোগের পর প্রধানমন্ত্রী সরাসরি পদক্ষেপ নিয়েছেন এবং পরিস্কার করেছেন সব মন্ত্রীকে উচ্চতর আচরণ বজায় রাখতে হবে- ঠিক যেভাবে জনগণ চায়। বার্নসকে তার দল কনজারভেটিভ পার্টির হুইপের পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। গত সপ্তাহে কোনো এক জায়গায় অশোভন আচরণ করেন তিনি। এখন তার বিরুদ্ধে তদন্ত করা হবে। কনর বার্নস ২০১০ সাল থেকে বোর্নারমাউথের এমপির পদে আছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন এবং বর্তমান প্রধানমন্ত্রী লিজ ট্রাসের অধীনে মন্ত্রিত্ব পেয়েছেন।

এদিকে বার্নস সাবেক প্রধানমন্ত্রীর বরিস জনসনের অত্যন্ত কাছের লোক ছিলেন। বরিস জনসনের বিভিন্ন স্ক্যান্ডাল ঢাকতে এবং সেগুলো থেকে তাকে রক্ষা করতে প্রত্যক্ষভাবে কাজ করেছেন।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ