1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
মুম্বাইয়ে করোনা'র নতুন ধরণ শনাক্ত... - DeshBideshNews
November 24, 2024, 1:59 pm
 

মুম্বাইয়ে করোনা’র নতুন ধরণ শনাক্ত…

  • Update Time : Friday, April 8, 2022
  • 364 Time View

ডেস্ক রিপোর্ট : নতুন ধরণের মহামারী করোনা আবারও উত্তেজনা বাড়াচ্ছে। ভারতের মুম্বাইতে সম্প্রতি ভাইরাসটির নতুন ধরণ এক্সই এবং কাপায় আক্রান্ত এমন রোগীর খোঁজ পাওয়া গেছে। এটিই ভারতে এক্সই ভ্যারিয়েন্টের প্রথম কেস।

জানা গেছে- জিনোম সিকোয়েন্সিংয়ের সময় মোট ৩৭৬টি নমুনা নেওয়া হয়েছিল, এর মধ্যে ২৩০টি ছিল মুম্বাইয়ের। এটি ছিল জিনোম সিকোয়েন্সিং ট্রায়ালের ১১তম ব্যাচ। ২৩০টি নমুনার ২২৮টি নেওয়া হয় ওমিক্রন থেকে, বাকি দুটি এক্সই ও কাপা ভ্যারিয়েন্টের।

করোনার একটি নতুন মিউট্যান্ট ভ্যারিয়েন্ট এক্সই, যা ওমিক্রনের সাবভ্যারিয়েন্ট বিএ.২ থেকে প্রায় ১০ শতাংশ বেশি সংক্রামক হতে পারে। এ নিয়ে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

এক্সই হলো ওমিক্রনের দুটি উপরেখা বিএন.১ এবং বিএ.২ এর একটি পুনঃসংযোজক স্ট্রেন। হু বলছে, যতক্ষণ না এর সংক্রমণ হার এবং রোগের আচরণে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা না যায়, ততক্ষণ পর্যন্ত এটি ওমিক্রন ভ্যারিয়েন্টের সঙ্গে যুক্ত থাকবে।

এক্সই স্ট্রেন প্রথম শনাক্ত হয়েছিল ১৯ জানুয়ারি, যুক্তরাজ্যে। এরপর ৬০০টিরও বেশি কেস নিশ্চিত করা হয়েছে।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ