দেশ-বিদেশ নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গের আলোচিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেস থেকে ভারতীয় জাতীয় নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন ভারতের সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান। আগামী মে মাসে অনুষ্ঠিত হবে ভারতীয় জাতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভা নির্বাচন। এই নির্বাচনে পশ্চিমবঙ্গের বাহরামপুর আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন ইউসুফ। এরইমধ্যে প্রার্থীদেরর তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। সে তালিকায় নাম রয়েছে পাঠানের।
কলকাতার বিখ্যাত ব্রিগেড প্যারেড মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল। ৬ থেকে ৮ লক্ষ মানুষের সমাগমে সেখানে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী ও তৃণমূ্ল কংগ্রেসের সেক্রেটারি অভিষেক ব্যানার্জীর নেতৃত্বে একটি র্যালি হয়।
কলকাতা ও পশ্চিমবঙ্গের সঙ্গে পাঠানের সম্পর্ক অত্যন্ত গভীর। কারণ, আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের হয়ে অনেকগুলো আসর খেলেছেন। তিনি দলে থাকাকালীন দুইবার (২০১২ ও ২০১৪ সালে) আইপিএলের শিরোপাও জিতেছিল কলকাতা।
২০১৪ সালের আসরে আইপিএলে দারুণ একটি রেকর্ড করেছেন পাঠান। ওই আসরে আইপিলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ফিফটি হাঁকানোর কীর্তি গড়েন এই অলরাউন্ডার। ওই ম্যাচে ১৫ বলে ফিফটি হাঁকান তিনি। আসন্ন নির্বাচনে ইউসুফ পাঠান ছাড়াও পশ্চিমবঙ্গ থেকে তৃণমৃল কংগ্রেসের হয়ে নির্বাচনে যাচ্ছেন আরেক সাবেক ক্রিকেটার কীর্তি আজাদ।