দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ভারতের ওড়িশায় সড়ক দুর্ঘটনায় ১২জন নিহত এবং ৭জন আহত হয়েছে। সোমবার স্থানীয় পুলিশ জানিয়েছে, ওড়িশার গঞ্জাম জেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। হতাহতারা বিয়ের একটি অনুষ্ঠান থেকে ফিরছিল।
দুর্ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে বেরহামপুর-তপ্তপানি সড়কের দিগাপাহান্ডি এলাকার কাছে। বিয়ের অনুষ্ঠান থেকে যাত্রীদের নিয়ে ফেরার সময় অন্য একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। বেরহামপুরের পুলিশ সুপার সারভানা বিবেক বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ কর্মীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে স্থানান্তরিত করেছে। একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘নিহত ১২ জনের মধ্যে একই পরিবারের ৭জন এবং তাদের আত্মীয়রা রয়েছেন।
এদিকে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক বাস দুর্ঘটনায় মানুষের মৃত্যুর জন্য গভীর শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে মৃতদের আত্মীয়দের প্রত্যেককে ৩ লাখ রুপি এবং আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। রাজ্যটির বিশেষ ত্রাণ কমিশনার বলেছেন, গঞ্জাম জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আহতদের চিকিৎসার জন্য প্রত্যেককে ৩০ হাজার রুপি করে দেওয়া হবে।