দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ভারতে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস গভীর খাদে পড়ে কমপক্ষে সাতজন নিহত এবং ২৮ জন আহত হয়েছে। স্থানীয় সময় রবিবার ভারতের উত্তরাখণ্ড রাজ্যে এই সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, রবিবার সন্ধ্যায় গঙ্গোত্রী ধাম থেকে বাসটি তীর্থযাত্রীদের নিয়ে ফেরার পথে এই হতাহতের ঘটনা ঘটে। উদ্ধারকাজে স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ), ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), মেডিক্যাল টিম এবং পুলিশের দল মোতায়েন করা হয়েছে।
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা আধিকারিক দেবেন্দ্র সিং পাটওয়াল বলেছেন, ‘উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার পাটোয়ারী তহসিল এলাকার অন্তর্গত গঙ্গোত্রী জাতীয় সড়কের গাংনানির কাছে গঙ্গোত্রী ধাম থেকে ফেরার একটি বাস গভীর খাদে পড়ে যায়। আহতদের সবাই গুজরাটের ভাবনগর শহরের বাসিন্দা বলে জানা গেছে।’ বাসটিতে ৩৪ জন যাত্রী ছিল। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ সুপার অর্পণ যদুবংশী জানিয়েছেন, আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। জেলা হাসপাতাল থেকে আরো দুটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।