দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ইরানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্রিটিশ-ইরানি দ্বৈত নাগরিক আলীরেজা আকবরীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার বিবিসি এ তথ্য জানিয়েছে। আকবরীর পরিবারকে বুধবার ‘শেষবারের মতো দেখা’ করার জন্য কারাগারে যেতে বলা হয়েছিল এবং তার স্ত্রী জানিয়েছেন যে, তাকে নির্জন কারাগারে স্থানান্তর করা হয়েছে।
সাবেক ইরানি উপ-প্রতিরক্ষা মন্ত্রী আকবরীকে ২০১৯ সালে গ্রেপ্তার করা হয়েছিল এবং যুক্তরাজ্যের জন্য গুপ্তচরবৃত্তির জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল। তবে তিনি অভিযোগ অস্বীকার করেছিলেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী রিশি সুনাক বলেছেন, এই মৃত্যুদণ্ড ‘বর্বর শাসকদের নির্মম ও কাপুরুষতাপূর্ণ কাজ।
ইরানের শাসকদের ‘নিজের জনগণের মানবাধিকারের প্রতি কোন শ্রদ্ধা নেই।’ইরানের বিচার বিভাগের দাপ্তরিক সংবাদমাধ্যম মিজান শনিবার জানিয়েছে, ফাঁসি কার্যকর হওয়ার তারিখ নির্দিষ্ট না করেই আলিরেজা আকবরীকে ফাঁসি দেওয়া হয়েছে। এর আগে ইরানের গোয়েন্দা সংস্থা বলেছিল, আলিরেজা ছিলেন ‘ইরানে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থার অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ট।’