আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে চতুর্থ দিনেও ইউক্রেনের বিভিন্ন প্রান্তে দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই চলছে। এর মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সারা বিশ্বের মানুষকে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
আজ রবিবার (২৭ ফেব্রুয়ারি) সিএনএনের এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে জেলেনস্কি রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে বেসামরিক মানুষ হত্যার অভিযোগ আনেন। একই সঙ্গে তিনি নিজেদের রক্ষা করার সাহস থাকার জন্য ইউক্রেনীয়দের প্রশংসা করেছেন।
জেলেনস্কি বলেছেন- ইউক্রেনীয়রা তার মাতৃভূমিকে বাঁচাতে রাশিয়ার আক্রমণ থেকে ইউরোপ ও এর মূল্যবোধকে রক্ষা করার সাহস দেখিয়েছে। এটি শুধু ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নয়। এটি ইউরোপের বিরুদ্ধে, ইউরোপীয় কাঠামোর বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, মৌলিক মানবাধিকারের বিরুদ্ধে, বিশ্বব্যাপী আইন, নিয়ম ও শান্তিপূর্ণ সহাবস্থানের বিরুদ্ধে যুদ্ধের সূচনা।