আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনে বিশ্ব নেতাদের ঢল নেমেছে। ১৯ সেপ্টেম্বর সোমবার রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য। অনুষ্ঠানে যোগ দিতে এর মধ্যেই ব্রিটেনের রাজধানী লন্ডনে আসতে শুরু করেছেন রাষ্ট্রনায়করা। বিশ্বের নানাপ্রান্তের বিভিন্ন দেশের বর্তমান এবং সাবেক রাজপরিবারসহ, রাষ্ট্র ও সরকারপ্রধানদের মিলনমেলা হয়ে উঠেছে লন্ডন।
ইতোমধ্যে লন্ডনে পৌঁছেছেন- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা. কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্টলেডি জিল বাইডেন।
রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য আমন্ত্রিত হয়েছেন পাঁচ শতাধিক রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি। অনুষ্ঠানটির ভেন্যু জন্য ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অতিথির সংখ্যা ধরা হয়েছে দুই হাজার ২০০। (খবর বিবিসি’র)
শেষকৃত্যে আমন্ত্রিত হয়েছেন ইউরোপের সব রাজপরিবার। বিভিন্নভাবে রানির আত্মীয়ও তারা। প্রিয় ‘আন্ট লিলিবেত’কে শেষবারের মতো শ্রদ্ধা জানানোর জন্য যোগ দেবেন তারা। এদের মধ্যে আছেন বেলজিয়ামের রাজা ফিলিপ ও রানি ম্যাথিলডে। নেদারল্যান্ডসের রাজা উইলেম অ্যালেক্সান্ডার ও তার স্ত্রী রানি ম্যাক্সিমা এবং রাজার মা, সাবেক রানি প্রিন্সেস বিয়াট্রিক্স।
আসছেন স্পেনের রাজা ফেলিপ ও রানি লেটিজিয়া। এ ছাড়াও আসবেন নরওয়ে, ডেনমার্ক, সুইডেন ও মোনাকো, জর্ডান, সার্বিয়া, রোমানিয়া, লুক্সেমবার্গ, টঙ্গা, বুলগেরিয়ার রাজা-রানিরা।
দেশটির সংসদ ওয়েস্টমিনস্টার হলে রাজকীয় মর্যাদায় শায়িত রয়েছে রানির কফিন।