1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
ফিলিস্তিনে মৃত্যু বেড়ে দাঁড়ালো ১৯ হাজার - DeshBideshNews
November 25, 2024, 11:23 pm
 

ফিলিস্তিনে মৃত্যু বেড়ে দাঁড়ালো ১৯ হাজার

  • Update Time : Friday, December 15, 2023
  • 95 Time View
ফিলিস্তিনে মৃত্যু বেড়ে দাঁড়ালো ১৯ হাজার

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : চলমান ইসরায়েলের হামলায় গাজায় মৃত্যু সংখ্যা বেড়ে ১৯ হাজারের কাছাকাছি পৌঁছেছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

ইসরায়েলের হামলার সর্বশেষ তথ্য জানিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেছেন, ইসরায়েলের সামরিক বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি নির্বিচার হামলায় একই সময়ে আহত হয়েছেন আরও কমপক্ষে ৩০৩ ফিলিস্তিনি।

তিনি বলেছেন, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা বেড়ে ১৮ হাজার ৭৮৭ জনে পৌঁছেছে। হামলায় আহত হয়েছেন আরও ৫০ হাজার ৮৯৭ জন। এছাড়া ইসরায়েলি হামলায় আরও অনেকে ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন বলে জানিয়েছেন আল-কুদরা।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার পর থেকেই গাজায় নারকীয় হত্যাকাণ্ড চালাচ্ছে ইসরায়েল। রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবারও পুরো উপত্যকায় নির্বিচার হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ইসরায়েলের হামলা ও হুমকির মুখে উপত্যকাটির ২৩ লাখ বাসিন্দার মধ্যে ১৯ লাখই এখন বাস্তুচ্যুত। গাজায় বেসামরিক হতাহতের জেরে বিশ্বজুড়ে তীব্র চাপের মুখে থাকা সত্ত্বেও বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘কোনো কিছুতেই আমাদের থামানো যাবে না। একেবারে শেষ পর্যন্ত, বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা অটল থাকব। এর কোনো ব্যত্যয় ঘটবে না।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ