1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
ফিলিস্তিনিদের পক্ষে লন্ডনে ১১ লক্ষ মানুষের পদযাত্রা - DeshBideshNews
November 26, 2024, 5:31 am
 

ফিলিস্তিনিদের পক্ষে লন্ডনে ১১ লক্ষ মানুষের পদযাত্রা

  • Update Time : Monday, November 13, 2023
  • 120 Time View
ফিলিস্তিনিদের পক্ষে লন্ডনে ১১ লক্ষ মানুষের পদযাত্রা

সোহেল আহমদ চৌধুরী, লন্ডন থেকে : অবরোদ্ধ গাজা , দখলদার উগ্রবাদি ইসরায়েলি আর্মির সাঁড়াশি আক্রমণে ক্ষতবিক্ষত গাজা এলাকা।প্রতিদিন প্রাণ হারাচ্ছে শত শত নিষ্পাপ শিশু বৃদ্ধ বৃদ্ধা।বিশ্বের সকল প্রান্ত থেকে ইসরায়েলিদের নির্বিচারের হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ উঠেছে । বড় বড় শহরগুলো যেমন নিউ-ইয়র্ক , ইস্তামবুল, রোম, বাগদাদ , লন্ডন সহ প্রচুর শহরে ।ফিলিস্তিনের পক্ষে পালন করা হচ্ছে নানা বিক্ষোভ সভা প্রতিবাদ মিছিল সহ নানা কর্মসূচি।

বিশ্বের প্রায় প্রত্যেক বড় বড় সিটিতে প্রত্যেকটি বিবেকবান মানুষ যার যার অবস্থান থেকে নির্বিচারে নির্মম এই হত্যাকান্ডের বিচার দাবী করে, সাথে সাথে গাজাবাসির উপর চাপিয়ে দেওয়া এই অন্যায় যুদ্ধবন্ধের জোড় দাবী উঠেছে একযুগে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। ইংল্যান্ডে একসাথে বাস করে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন বর্ণের ধর্মের মানুষ। ইংল্যান্ডের বিভিন্ন শহরে বাস করা বিবেকবান মানুষেগুলো ফিলিস্তিদের উপর নির্বিচারে বোমা মেরে বিমান হামলা করে অত্যন্ত নৃশংস ভাবে প্রতিদিন হত্যা করতেছে শিশুসহ সাধারণ ফিলিস্তিনেকে।চাপিয়ে দেওয়া এই যুদ্ধ বন্ধের দাবীতে ফিলিস্তিদের পক্ষে গত কাল হয়ে গেল ইংল্যান্ডের ইতিহাসে স্বরণকালের সর্ববৃহৎ যুদ্ধ বিরোধী বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ ও শান্তির মিছিল।ফিলিস্তিনের ভূমি বাড়ি ঘর দখল ও নির্বিচারে হত্যাসহ যুদ্ধ বন্ধের জন্য যে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ ও শান্তির মিছিলে স্বতঃফূর্ত ভাবে ১০/১১ লাখ মানুষের সমাগম ঘটে যা এর আগে ইংল্যান্ডের মাটিতে আগে কখনও হয়নিল সেটা এক নতুন ইতিহাস।

ফিলিস্তিনিদের পক্ষে লন্ডনে ১১ লক্ষ মানুষের পদযাত্রা

১১ই নভেম্বর শনিবার দুপুরে লন্ডনের হাইড পার্ক থেকে প্রায় চার কিলোমিটার দূরে টেমস নদীর দক্ষিণ তীরে ভক্সহলের নাইন এলমসের কাছে অবস্থিত মার্কিন যুক্তরাস্ট্রের দূতাবাসে গিয়ে স্বতঃফূর্ত ভাবে দীর্ঘ পথ পারি দিয়ে গিয়ে নানা বর্ণের নানা ধর্মের মানুষেরা গিয়ে বিক্ষোভ প্রতিবাদ করে ফিলিস্তিনের সাথে যুদ্ধ বন্ধ করা বিভিন্ন ভাবে হামলা করে হত্যাযজ্ঞ বন্ধ করার জন্য ।ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে লড়াইয়ের শুরু থেকে জোড় গলায় অন্ধভাবে সমর্থন দিয়ে আসতেছে যুক্তরাস্ট্র ও তাঁর মিত্ররা ।বিক্ষোভকারিরা গাজায় তাৎক্ষণিক যুদ্ধ বিরতির জোড় দাবী জানিয়ে ফিলিস্তিদের পক্ষে নানা স্লোগান দেয় এবং গাজাবাসির প্রতি তাঁদের সমর্থন জানায়।

ইহুদিবাদী, দখলদার ইসরায়েলি হামলার ও হত্যার প্রতিবাদে এক মাস ধরে প্রতি শনিবার শান্তিপূর্ণ বিক্ষোভ করে আসছেন ব্রিটেনের ফিলিস্তিনপন্থিরা ও শান্তিকামি মানুষেরা।আজকের এই আয়োজন স্বরণকালের সর্ববৃহৎ বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ ও শান্তির মিছিল ।

প্যালেষ্টাইন স‌লিডা‌রি‌টি ক্যাম্পেইন, ফ্রেন্ডস অব আল-আকসা, মুস‌লিম এ‌সো‌সি‌য়েশন অব ব্রিটেন, স্টপ দি ওয়ার কোয়া‌লিশন, প্যালেস্টাইন ফোরাম ইন ব্রিটেন সহ বেশ ক‌য়েক‌টি সংগঠনের আহব্বা‌নে এ বিক্ষোভ সভা ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে। লেবার দলের সাবেক প্রধান জেরমী করবিন সমাবেশে একাত্মতা ঘোষণা করেন এবং বক্তব্য রাখেন।সমাবেশের লোকজন তাকে জনগণের প্রধানমন্ত্রী ( পিপলস প্রাইম মিনিস্টার) বলে সম্বোধন করেন। ব্রিটিশ বাংলাদেশি বংশোদ্ভূত এমপি আপসানা বেগমসহ অনেক প্রতিবাদী বক্তারা সমাবেশে বক্তব্য রাখেন৷

যুদ্ধ বন্ধ সাধারণ ফিলিস্তিনিকে নির্বিচারে হত্যা জমি বসতবাড়ির জবর দখল সহ সকল অন্যায় অত্যাচার বন্ধের দাবীতে শান্তিকামি জনগণ সকল ধর্ম বর্ণ নির্বিশেষে ও ফিলিস্তিনপন্থি মানুষের মিছিলে উগ্র ডানপন্থি দলের উগ্র সদস্যরা নানাভাবে শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভরত মানুষের সাথে ঝামেলা করতে চেয়ে বার বার ব্যর্থ হয়েছে ফিলিস্তিনি মানুষের ন্যায্য অধিকারের পক্ষে বিক্ষোভরত সাধারণ মানুষের মনবল দৃঢ়তার কাছে।পুলিশ নানা উগ্রবাদি কাজ ও শান্তিকামি মানুষের উপর আক্রমণ নানা বর্ণবাদি মন্তব্য গালি সহ নানা ঝামেলার জন্য কমপক্ষে ৯২জন মানুষকে গ্রেফতার করে।

ফিলিস্তিনিদের পক্ষে লন্ডনে ১১ লক্ষ মানুষের পদযাত্রা

উল্লেখ্য , বৃটিশ প্রধানমন্ত্রী রিশি সুনাখ আজকের বিক্ষোভ মিছিলটি বাতিলের জন্য নানা কৌশল অবলম্বন করেন ।কিন্তু শেষ পর্যন্ত মেট্রোপলিটান পুলিশ মিছিল করার সবার নাগরিক অধিকারে পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার পর সরকারের পক্ষ থেকে হুমকি-ধামকি কমে আসে। শেষ চেষ্টা হিসেবে বুধবার রিশি সুনাক মেট পুলিশের প্রধানের সাথে বৈঠক করার পর পিছু হটেন। বলেন যে, যারা রাস্তায় নামতে চায় তাদের “শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার” রয়েছে।

মেট কমিশনার মার্ক রাউলি, মঙ্গলবার ঘোষণা করেছিলেন যে তিনি ক্রমবর্ধমান রাজনৈতিক চাপকে অস্বীকার করে পরিকল্পিত মার্চ নিষিদ্ধ করবেন না। পুলিশ প্রধানের সাথে তার বৈঠকের পর বুধবার সন্ধ্যায় টেন ডাউনিং স্ট্রিট থেকে প্রকাশিত এক বিবৃতিতে, রিশি সুনাক ইঙ্গিত দিয়েছেন যে তিনি মেনে নিয়েছেন যে মেট পুলিশকে এটি বাতিল করার আহ্বান সত্ত্বেও প্রতিবাদ কর্মসূচিটি পালন হবে।

গত ৭ই অক্টোবর ইসরায়েলের গাজার মধ্যে ফিলিস্তিনের জমি জবর দখল করে অবৈধ বিভিন্ন বসতি লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় স্বাধীনতাকামি স্বশস্ত্র গোষ্ঠী হামাস।এই হামলার প্রতিশোধ নিতে গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েল।বর্বর ইসরায়েলি আর্মির আর্টিরালি ও নির্বিচারে বিমান হামলায় এখন পর্যন্ত ১১ হাজারের মত মানুষের মৃত্যু হয় যার বেশী ভাগই নিরীহ শিশু বৃদ্ধ বৃদ্ধা ।আহত হয়েছেন ৩০ হাজারেরও বেশী মানুষ ।যুদ্ধের কারণে বাস্তহারা হয়েছেন হাজার হাজার গাজার অধিবাসি।

বৃটিশ স্বরাষ্ট্র মন্ত্রী সুয়েলা ব্রেভারম্যানের পদত্যাগের দাবীতে বিভিন্ন শ্লোগান দেন বিক্ষোভে অংশকারিরা। সুয়েলা ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলকে ঘৃনার মিছিল মেট পুলিশের চীফকে পক্ষপাত সহ নানা বাজে মন্তব্য করায় গাজা পরিস্থিতি সহ সাড়া বিশ্বের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিশিল করার জন্য তাঁর কিছু বাজে মন্তব্যকে দায়ী করা হয়।রোববার মেট পুলিশ সকল নাগরিকের উদ্দেশ্যে একটি আবেদন করেছে যে রোববার ১২ই নভেম্বর ওয়াটারলো ও ভিক্টোরিয়া স্ট্রেশনে যে সকল উগ্রবাদি ডানপন্থি গ্রুপের সদস্যরা শান্তিপূর্ণভাবে অবস্থান করে ফিলিস্তিনি বা গাজাবাসির উপর অমানবিক ভাবে বর্বরোচিত ভাবে বোমা হামলা করে হাজার হাজার নিরপরাদ গাজাবাসিকে হত্যার প্রতিবাদ করতে ছিল সেই শান্তিপূর্ণ সমাবেশে হামলা করার চেস্টা করে নানা অশালিন বাজে মন্তব্য বর্ণবাদি উক্তি করে নানা ভাবে মন্তব্য ও গালি দেয়।তাই কারও কাছে কোন তথ্য বা ভিডিও থাকলে তদন্তের স্বার্থে মেট পুলিশকে সরবহরাহ করার আহ্বান জানায়।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ