1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
পূর্ব কঙ্গোতে জঙ্গিদের একের পর এক হামলায় নিহত কমপক্ষে ২২ - DeshBideshNews
November 27, 2024, 6:35 pm
 

পূর্ব কঙ্গোতে জঙ্গিদের একের পর এক হামলায় নিহত কমপক্ষে ২২

  • Update Time : Monday, March 20, 2023
  • 89 Time View
পূর্ব কঙ্গোতে জঙ্গিদের একের পর এক হামলায় নিহত কমপক্ষে ২২

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : জঙ্গিরা কঙ্গোর পূর্ব ইতুরি এবং উত্তর কিভু প্রদেশ জুড়ে একের পর এক হামলায় চালিয়ে কমপক্ষে ২২ জনকে হত্যা করেছে। শনিবার রাতে এই হত্যার ঘটনা ঘটে। বিষয়টি দেশটির কর্মকর্তা ও কর্মীরা রবিবার জানায় বলে সংবাদ সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দেশটিতে সেনাবাহিনী এবং জাতিসংঘ শান্তিরক্ষীদের ক্রমবর্ধমান হস্তক্ষেপ সত্ত্বেও পূর্ব কঙ্গোতে বছরের পর বছর ধরে ক্রমাগত সহিংসতার ঘটনা ঘটেই যাচ্ছে। সর্বশেষ এই হত্যার ঘটনাটি ঘটল। গত শনিবার ইতুরি প্রদেশের বেশ কয়েকটি গ্রামে পর পর কয়েকটি হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এবং সুশীল সমাজের নেতারা কোডেকো গ্রুপকে এর হামলার জন্য দায়ী করেছেন। মাহাগি অঞ্চলের কর্মকর্তা কর্নেল জ্যাক ডিসানোয়া টেলিফোনে রয়টার্সকে বলেছেন, ‘কোডেকো মিলিশিয়া দুর্বলদের ওপর গণহত্যা চালিয়ে যাচ্ছে।’

পার্শ্ববর্তী লুবেরো অঞ্চলের প্রশাসক কর্নেল অ্যালাইন কিওয়েয়ার মতে, উত্তর কিভুর মাউন্ট কিয়াভিরিমুর গোড়ায় অবস্থিত এনগুলি গ্রামে জঙ্গিরা আরো ১০ জনকে হত্যা করেছে এবং তিনজনকে অপহরণ করেছে। এই হামলার জন্য অ্যালায়িড ডেমোক্র্যাটিক ফোর্সেসকে (এডিএফ) দায়ী করেছেন কিওয়েওয়া। তিনি বলেছেন, ‘এটি সত্যিই দুঃখজনক পরিস্থিতি। তারা ছুরি ও অন্যান্য অস্ত্র ব্যবহার করে তাদের হত্যা করেছে।’

কঙ্গোর সরকার ২০২১ সালে উত্তর কিভু এবং ইতুরিতে অবরোধের ঘোষণা দিয়েছিল। মিলিশিয়াদের সহিংসতা রোধে এই ঘোষণা দিয়েছিল। কিন্তু তাতেও হত্যাকাণ্ড ও বিদ্রোহী তৎপরতা কমার কোনো লক্ষণ দেখা যায়নি।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ