আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সামরিক বাহিনীর হামলায় আফগানিস্তানের খোস্ট ও কুনার প্রদেশে ৪৭ জন প্রাণ হারিয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। এদিকে, আফগান সীমান্ত থেকে পাকিস্তানে হামলা চালানো জঙ্গিদের থামাতে আফগানিস্তানের প্রতি অনুরোধ জানিয়েছে পাকিস্তান৷
আফগান কর্মকর্তারা রবিবারে জানান- শনিবার ভোরে পাকিস্তানের সামরিক বাহিনীর চালানো হামলায় আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। হামলায় ৪১ জন বেসামরিক নাগরিক, যাদের অধিকাংশই নারী ও শিশু, প্রাণ হারিয়েছেন। আরো ২২ জন আহত হয়েছেন বলে বার্তা সংস্থা এএফপিকে জানান খোস্ট প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক সাবির আহমেদ ওসমানি।
আফগানিস্তানের তালেবান সরকারের আরেক কর্মকর্তা নাজিবুল্লাহ খোস্ট প্রদেশে নিহতের সংখ্যা ৪৮ বলে জানিয়েছেন।
খোস্টের একজন গোত্র নেতা জামশিদ বলছেন- সেই প্রদেশে ৪৭ জনের বেশি মানুষ মারা গেছেন।