1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
পাকিস্তানে বহুতল শপিংমল ভবনে ভয়াবহ আগুন - DeshBideshNews
November 25, 2024, 10:23 am
 

পাকিস্তানে বহুতল শপিংমল ভবনে ভয়াবহ আগুন

  • Update Time : Sunday, October 9, 2022
  • 74 Time View
পাকিস্তানে বহুতল শপিংমল ভবনে ভয়াবহ আগুন

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি বহুতল শপিংমলে অগ্নিকাণ্ড ঘটেছে। রোববার এ ঘটনায় তাৎক্ষনিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটি (সিডিএ) জানিয়েছে, ইসলামাবাদের সেন্টারাস মলে আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনা হয়েছে।

সিডিএ চেয়ারম্যান এবং ইসলামাবাদের প্রধান কমিশনার অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোহাম্মদ উসমান ইউনিস জানান, অগ্নিনির্বাপন বাহিনী,নৌবাহিনী, বিমান বাহিনী এবং রেসকিউ ১১২২ আগুন নেভানোর কাজে অংশ নিয়েছে।

ইসলামাবাদের উপ-কমিশনার ইরফান নওয়াজ মেমন বলেছেন, অগ্নিকাণ্ডের পর অবকাঠামোগত সক্ষমতা সম্পর্কে তদন্তকারী দলের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত সেন্টোরাস শপিং মল এবং এর আশপাশের আবাসিক টাওয়ারগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ডন নিউজ টিভির এক প্রতিবেদনে বলা হয়, ভবনের আবাসিক অ্যাপার্টমেন্টগুলো খালি করা হয়েছে এবং ফায়ার ব্রিগেডের কর্মীরা আগুন নেভাতে ব্যস্ত রয়েছেন। দুই ঘণ্টার চেষ্টায় ভবনের আগুন নিয়ন্ত্রণে এলেও ২০ তলা সেন্টোরাস শপিং মলের অনেক অ্যাপার্টমেন্ট থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। অগ্নিকাণ্ডের এই ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেছেন, এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, সুপরিচিত এই ব্যবসা কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যাতে কারও প্রাণহানি না হয় সেই প্রার্থনা করছি। হতাহতদের আর্থিক ক্ষতির ঘোষণা দিয়েছেন তিনি।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ