আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান সেনাদের রকেট হামলার বিষয়ে সতর্ক করেছে আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ। সীমান্তে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে গতকাল শনিবার পাকিস্তানি সেনাদের রকেট হামলায় তালেবানের পাঁচ শিশু ও এক নারী নিহত হয়েছে।
আফগান সরকারের একজন কর্মকর্তা বলেছেন- রকেট হামলার পাশাপাশি দেশটির খোস্ত প্রদেশের সীমান্ত এলাকায় চারটি গ্রামে হেলিকপ্টারে করে বোমাবর্ষণও করেছেন পাকিস্তানি সেনারা। বেসামরিক লোকজনের ঘরবাড়ি লক্ষ্য করে চালানো এ হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। এ হামলার পরপরই তালেবান সরকারের পক্ষ থেকে ইসলামাবাদকে সতর্ক করা হয়।
তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন- আফগানিস্তানের মাটিতে পাকিস্তানের বোমাবর্ষণের নিন্দা জানাচ্ছি। এ নিষ্ঠুরতা আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে শত্রুতার পথ তৈরি করবে।
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার আজ রোববার কাবুলের তালেবান সরকারকে জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছে।