দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ইউক্রেন বলেছে যে, বৈশ্বিক সিদ্ধান্তহীনতার জেরে আমাদের আরো বেশি মানুষ নিহত হচ্ছে। রাশিয়ার বিরুদ্ধে কিয়েভের লড়াইয়ে সক্ষমতা জোরদার করতে ইউক্রেনকে লেপার্ড ট্যাঙ্ক সরবরাহ করা হবে কি না, তা নিয়ে জার্মানি সিদ্ধান্ত স্থগিত রাখার পরে দেশটির তরফ থেকে এ ধরনের বক্তব্য এলো। গতকাল শনিবার ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক এক টুইট বার্তায় জানিয়েছেন, আজকের সিদ্ধান্তহীনতা আমাদের অনেক মানুষকে হত্যা করছে।
তিনি আরো বলেছেন, বিলম্বের প্রতিটি দিন ইউক্রেনীয়দের মৃত্যু বাড়ছে। দ্রুত ভাবুন।ইউক্রেনকে কয়েক বিলিয়ন ডলারমূল্যের সামরিক সরঞ্জাম সরবরাহ করতে গত শুক্রবার সম্মত হয়েছে প্রায় ৫০টি দেশ। সেসবের মধ্যে সাঁজোয়া যান এবং গোলাবারুদ রয়েছে। ইউক্রেনে ট্যাংক সরবরাহের জন্য জার্মানি যথেষ্ট চাপের মধ্যে রয়েছে। তবে বৈঠকের পর জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেছেন, ‘লেপার্ড ট্যাংকের বিষয়ে কখন সিদ্ধান্ত নেওয়া হবে এবং কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা আমরা এখনই বলতে পারছি না।