দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে দুই দিনের ইসরায়েলি অভিযানে সর্বশেষ ১২ জন নিহত হয়েছে। জেনিন থেকে সরিয়ে নেওয়া হচ্ছে সেনা। তবে নতুন করে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। গত সোমবার ভারী অস্ত্রশস্ত্রসহ এক হাজারের বেশি সেনা শহরটিতে আসে।
গত বুধবার সকালের দিকে গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দিকে রকেট ছোড়ার পর এ হামলা চালানো হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।ফিলিস্তিনি সংবাদ সূত্রের বরাতে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, গাজা উপত্যকার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া শহরের কাছে ইসরায়েলি বিমানবাহিনী একটি লক্ষ্যবস্তুতে হামলা করেছে। ফিলিস্তিনের গণমাধ্যম সূত্রে জানা গেছে, শহরের বিভিন্ন স্থানে অন্তত তিনটি বিমান হামলা চালানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।