দেশ-বিদেশ নিউজ ডেস্ক : গত সপ্তাহে নেপালের পশ্চিমাঞ্চলে বন্যা ও ভূমিধসে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বুধবার বিবিসি এ তথ্য জানিয়েছে। এবারের বর্ষায় সবচেয়ে ভয়াবহ বৃষ্টি হয়েছে উত্তর-পশ্চিমের কর্নালি প্রদেশে। ওই এলাকা থেকে হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া ভূমিধস ও বন্যায় শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, অঞ্চলটির হাজার হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। তবে টানা বৃষ্টির ফলে পাহাড়ি এলাকাগুলোতে পৌঁছাতে অসুবিধার কথা জানিয়েছে উদ্ধারকর্মীরা। পুলিশের একজন মুখপাত্র বলেছেন, তাদের চেষ্টা থাকলেও দুর্ভাগ্যজনকভাবে আবহাওয়ার উন্নতি না হওয়ায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।
জরুরি কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু এলাকায় কর্নালি নদীর পানির উচ্চতা ৩৯ ফুট পর্যন্ত বেড়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নদীর ওপর থাকা বেশ কয়েকটি ঝুলন্ত সেতুও ভেসে গেছে। দুর্গত এলাকায় হেলিকপ্টারযোগে ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে।
নেপালের জরুরি সার্ভিস কর্তৃপক্ষ বলেছে, কর্নালি প্রদেশের কিছু এলাকায় কর্নালি নদীর পানি (১২ মিটার) ৩৯ ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বন্যার পানির তোড়ে কর্নালি নদীর ওপর নির্মিত বেশ কয়েকটি ঝুলন্ত সেতুও ভেসে গেছে।
দেশটির সরকারি কর্মকর্তারা ইতোমধ্যে ওই অঞ্চলে উড়োজাহাজে করে ত্রাণ সহায়তা পাঠিয়ে দিয়েছে। এদিকে, জাতিসংঘের একাধিক দাতব্য সংস্থা বলেছে, পশ্চিম নেপালের যেসব এলাকা বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় খাবার ও ওষুধ বিতরণ করা হচ্ছে।
নেপাল বর্ষা মৌসুমের শেষের দিকে রয়েছে। দেশটিতে সাধারণত বছরের জুনের দিকে মৌসুমের শুরু এবং শেষ হয় অক্টোবরে। নেপালের ন্যাশনাল এমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য অনুযায়ী, দেশটিতে চলতি বছরে বৃষ্টি-সম্পর্কিত দুর্যোগে কমপক্ষে ১১০ জনের প্রাণহানি ঘটেছে।