1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
নাইজেরিয়ার গ্রামে বন্দুকধারীদের হামলা, নিহত অন্তত ২৩ - DeshBideshNews
November 27, 2024, 12:40 pm
 

নাইজেরিয়ার গ্রামে বন্দুকধারীদের হামলা, নিহত অন্তত ২৩

  • Update Time : Tuesday, June 13, 2023
  • 80 Time View
নাইজেরিয়ার গ্রামে বন্দুকধারীদের হামলা, নিহত অন্তত ২৩

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : নাইজেরিয়ার মধ্যাঞ্চলে বন্দুকধারীরা পৃথক হামলায় কমপক্ষে ২৩ জনকে হত্যা করেছে। দেশটির পুলিশ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। পশুপালক এবং স্থানীয় কৃষকদের মধ্যে সংঘর্ষে জর্জরিত একটি এলাকার সর্বশেষ সহিংসতার ঘটনা এটি।

প্লাটো রাজ্যের পুলিশের মুখপাত্র আলফ্রেড আলাবো বলেছেন, বেশ কয়েকটি গ্রামে হামলায় ২১ জন কৃষক নিহত হওয়ার আগে রবিবার দুই গবাদি পশুপালককে হত্যা করা হয়েছিল। তিনি বলেন, ‘দুই পশুপালককে প্রথমে হত্যা করা হয়েছিল এবং দ্বিতীয় আক্রমণটি রাতে শুরু হয়েছিল। পুলিশ কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা হামলার কারণ অনুসন্ধান করছি।’ এক বিবৃতিতে রাজ্যের গভর্নর কালেব মুতফওয়াং বলেছেন, তিনি এই হত্যাকাণ্ডে দুঃখিত।

নিরাপত্তা পরিস্থিতি ‘আশঙ্কাজনক’ হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি। গভর্নর বলেন, ‘নিরাপত্তা ব্যবস্থা একটি পুরনো পরিত্যক্ত ইঞ্জিনের মতো হয়ে গেছে, যা পুনরায় চালু করা দরকার।’এর আগে মে মাসে স্থানীয় কর্মকর্তারা বলেছিলেন, একই রাজ্যের মাঙ্গু জেলায় হামলায় শতাধিক মানুষ নিহত এবং কয়েক হাজারের বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে। মধ্য ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্যসহ নাইজেরিয়ার বেশ কয়েকটি অংশে জমি, সম্পদ ও পানি নিয়ে যাযাবর পশুপালক ও কৃষকদের মধ্যে সংঘর্ষ একটি সাধারণ ঘটনা।

তবে সহিংসতা প্রায়ই আক্রমণ ও গণ-অপহরণে পরিণত হয়। যার জন্য দায়ী ভারী সশস্ত্র গ্যাং এবং সম্প্রদায়ের সুরক্ষার জন্য তৈরি করা সতর্ক দলগুলো। নাইজেরিয়ার গবাদি পশুপালক সমিতির স্থানীয় নেতা বেলো তাফাওয়া জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে বিনা উসকানিতে দুই পশুপালককে গুলি করে হত্যা করা হয়। তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে এলাকার নিরাপত্তা সংস্থাকে ঘটনাটি জানিয়েছি।’ স্থানীয় যুব সম্প্রদায়ের নেতা রুয়াং টেংওং বলেছেন, রবিবার বিভিন্ন গ্রামে সন্দেহভাজন ‘পালকরা’ ২১ জনকে হত্যা করেছে।

সেই সঙ্গে জাতিগত ফুলানি পশুপালকদের দোষারোপ করে তিনি বলেন, ‘রবিবার সমন্বিত হামলার সময় ২১ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।’ এদিকে প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু, যিনি গত মাসে তার মেয়াদ শুরু করেছেন, নাইজেরিয়ার সশস্ত্র বাহিনীকে দেশের একাধিক নিরাপত্তা হুমকি মোকাবেলায় আরো ভালো করে সমন্বয় করার আহ্বান জানিয়েছেন। নিরাপত্তা বাহিনী এখনো দেশের উত্তর-পূর্বাঞ্চলে ১৪ বছরের দীর্ঘ জিহাদি সংঘাত, আন্তঃসাম্প্রদায়িক সহিংসতা, মুক্তিপণের জন্য গণ-অপহরণ এবং বিচ্ছিন্নতাবাদী উত্তেজনার অবসান ঘটাতে লড়াই করছে।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ