1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
দীর্ঘ ৫২ বছর পর সিংহাসন ছাড়ার ঘোষণা ডেনমার্কের রানির - DeshBideshNews
November 25, 2024, 7:40 pm
 

দীর্ঘ ৫২ বছর পর সিংহাসন ছাড়ার ঘোষণা ডেনমার্কের রানির

  • Update Time : Monday, January 1, 2024
  • 91 Time View
দীর্ঘ ৫২ বছর পর সিংহাসন ছাড়ার ঘোষণা ডেনমার্কের রানির

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : সবাইকে অবাক করে দিয়ে হঠাৎই সিংহাসন ছাড়ার ঘোষণা দিয়েছেন ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গারেটা। টেলিভিশনের পর্দায় নতুন বছর শুরুর ভাষণ দিতে গিয়ে সিংহাসন ছাড়ার কথা জানান তিনি। এসময় তার এই ভাষণ টিভিতে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল।

আগামী ১৪ জানুয়ারিতে সিংহাসন ত্যাগ করবেন তিনি। রানি হওয়ার ৫২ বছর পর তিনি দায়িত্ব ছাড়ছেন। ঘোষণায় রানি বলেন, ‘আমি আমার ছেলে ক্রাউন প্রিন্স ফ্রেডেরিককে সিংহাসন দিয়ে যাচ্ছি। রয়টার্সের খবরে বলা হয়েছে, ডেনমার্কের ইতিহাসে ৮৩ বছর বয়সী মার্গারেটাই সবচেয়ে বেশিদিন দায়িত্বে থাকা রানি। ১৯৭২ সালের ১৪ জানুয়ারি তিনি দেশ শাসনের দায়িত্ব নিয়েছিলেন। তখন তার বয়স ছিল মাত্র ৩১ বছর।

২০২৩ সালের শুরুর দিকে পিঠে অস্ত্রোপচার হওয়ার পরই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে ভাষণে জানিয়েছেন রানি। তিনি বলেন, ‘অস্ত্রোপচার থেকে স্বাভাবিকভাবেই ভবিষ্যৎ নিয়ে এই চিন্তা মাথায় এসেছে যে, আগামী প্রজন্মের কাছে দায়িত্ব ছেড়ে দেওয়ার সময় হয়ে এসেছে কিনা।

এতবছর ধরে রানি হিসেবে তাকে সমর্থন দিয়ে আসার জন্য ড্যানিশ জনগণকে ধন্যবাদ জানান রানি দ্বিতীয় মার্গারেটা। ৫৫ বছর বয়সী ক্রাউন প্রিন্স ফ্রেডেরিকের সিংহাসনে আরোহণের ঘোষণা দেওয়া হবে কোপেনহেগেনের রাজপ্রাসাদ থেকে। রানি মার্গারেটার জায়গায় তিনি ডেনমার্কের রাজা এবং দেশের প্রধান হিসাবে দায়িত্ব নেবেন।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ