দেশ-বিদেশ নিউজ ডেস্ক : তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে দিয়ারবাকির প্রদেশে রাস্তার পাশে গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় পাশ দিয়ে যাওয়া পুলিশের একটি মিনিবাস ক্ষতিগ্রস্ত হয় এবং ৯ জনকে সতর্কতা হিসেবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় সন্দেহভাজন পাঁচজনকে আটক করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু। স্বরাষ্ট্রমন্ত্রী সোয়লু ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে পরিচিত নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) হামলার জন্য দায়ী করে জানান, বিস্ফোরণের অপরাধী এবং সহযোগী হিসেবে সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়েছে।
নিরাপত্তা বাহিনীর সূত্র এবং গণমাধ্যমের প্রতিবেদনগুলো বিস্ফোরণে আট পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে আগে জানিয়েছিল। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সোয়লু সাংবাদিকদের জানিয়েছেন, একজন বেসামরিক নাগরিকসহ ৯ জনের ‘কিছুই হয়নি’। সতর্কতা হিসেবে তাদের হাসপাতালে নেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি। একজন অপরাধী দায় স্বীকার করেছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ওই অপরাধীর এক ভাই পিকেকের সঙ্গে জড়িত ছিল, যাকে ২০০৪ সালে নিরাপত্তা বাহিনী ‘নিষ্ক্রিয়’ করেছে।
নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, অঞ্চলটির বৃহত্তম শহর দিয়ারবাকিরের কেন্দ্র থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণে একটি পশুর বাজারের কাছে বিস্ফোরণটি ঘটেছে। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলায় দায় স্বীকার করেনি। তবে কুর্দি, বামপন্থী এবং ইসলামপন্থী জঙ্গিরা অতীতে তুরস্কে বোমা হামলা চালিয়েছে। গত মাসে তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে বোমা হামলায় ছয়জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। সে ঘটনায় সন্দেহভাজন হিসেবে সিরিয়ার এক নারীসহ কয়েক ডজন লোককে আটক করা হয়েছে।
পিকেকে ১৯৮৪ সালে তুরস্কের বিরুদ্ধে একটি বিদ্রোহ শুরু করেছিল। সংঘাতে ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। গোষ্ঠীটিকে তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।