1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
তুরস্কে একাধিক গাড়ির সংঘর্ষে নিহত অন্তত ১২, আহত ৩১ - DeshBideshNews
November 28, 2024, 4:30 am
 

তুরস্কে একাধিক গাড়ির সংঘর্ষে নিহত অন্তত ১২, আহত ৩১

  • Update Time : Sunday, May 7, 2023
  • 75 Time View
তুরস্কে একাধিক গাড়ির সংঘর্ষে নিহত অন্তত ১২, আহত ৩১

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : তুরস্কের দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশে একাধিক যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত এবং ৩১ জন গুরুতর আহত হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, শনিবার গভীর রাতে চালক নিয়ন্ত্রণ হারালে একটি ট্রাক বিপরীত লেনে চলে যায় এবং ৯টি গাড়ি ও দুটি মিনিবাসের সঙ্গে সংঘর্ষ হয়। সেখানে অনেকগুলো গাড়ি একটি গ্যাস স্টেশনের কাছে রাস্তার ধারে পার্ক করে রাখাছিল। বাধ্যতামূলক সামরিক পরিষেবায় যোগ দিতে যাওয়া পুরুষদের বিদায় দিতে তাদের স্বজনরা সেখানে জড়ো হয়েছিল।

প্রত্যক্ষদর্শী আলী সরাকের উদ্ধৃতি দিয়ে আনাদোলু বলেছে, নিহতদের মধ্যে কয়েকজন পুড়ে মারা গেছে। এ ছাড়াও ঘটনাস্থলের ছবিগুলোতে জ্বলন্ত যানবাহন এবং জরুরি পরিষেবার কর্মীদের মানুষকে আগুন থেকে দূরে রাখার চেষ্টা করতে দেখা গেছে। স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা বলেছেন, ইস্কেন্দেরুন-আনতাক্যা মহাসড়কে আগুন লেগেছে। মন্ত্রী টুইট থেকে জানা যায়, ২২টি অ্যাম্বুল্যান্স ও তিনটি মেডিক্যাল রেসকিউ টিম তোপবোগাজলিতে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

তিনি টুইটে লিখেছেন, ‘আমাদের নাগরিকদের যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি সৃষ্টিকর্তা করুণা করুন। আমি তাদের স্বজনদের প্রতি সমবেদনা জানাই। আহতদের যত দ্রুত সম্ভব তাদের সুস্থতা নিশ্চিত করতে আমরা যথাসাধ্য চেষ্টা করব।’

বেসরকারি ডেমিরোরেন বার্তা সংস্থা জানিয়েছে, ট্রাকটি ভূমিকম্পের ধ্বংসস্তূপ বহন করে নিয়ে যাচ্ছিল। স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ট্রাকটি মহাসড়ক অতিক্রম করার আগে আরেকটি ট্রাককে আঘাত করে। ৬ ফেব্রুয়ারি এক ভয়ংকর ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার কিছু অংশ ধ্বংস হয়। তুরস্কের ক্ষতিগ্রস্ত ১১টি প্রদেশের মধ্যে হাতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সরকারের তথ্য অনুসারে, তুরস্কে কমপক্ষে ৫০ হাজার ৭৮৩ জন মারা গেছে।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ