আন্তর্জাতিক ডেস্ক : তাজিকিস্তানের সঙ্গে বড় ধরনের সংঘর্ষের কথা জানিয়েছে মধ্য এশিয়ার আরেক দেশ কিরগিজস্তান। গতকাল শুক্রবারের এ সংঘাতে ২৪ জন নিহত হওয়ার কথা জানিয়েছে দেশটি। (খবর রয়টার্সের)
কিরগিজস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাতকেন ও তাজিকিস্তানের উত্তরাঞ্চলীয় সুগদ অঞ্চলে এ সংঘর্ষ হয়েছে। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ দুটির মধ্যে এটি সর্বশেষ সহিংসতার ঘটনা। যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও নতুন করে সংঘর্ষ শুরুর জন্য দেশ দুটি পরস্পরকে দায়ী করেছে।
কিরগিজ সীমান্ত বাহিনী জানিয়েছে- তাদের সেনারা তাজিক হামলা ঠেকানো অব্যাহত রেখেছেন। এতে বলা হয়- কিরগিজ অবস্থানে হামলা অব্যাহত রেখেছেন তাজিকরা। কিছু এলাকায় ব্যাপক লড়াই চলছে।
কিরগিজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স বলছে- দেশটির ২৪ নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৭ জন। তবে হতাহত ব্যক্তিদের কতজন সামরিক বাহিনীর সদস্য এ বিষয়ে কিছু বলা হয়নি।
কিরগিজের সরকারি জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান কামচিবেক তাশিয়েভকে উদ্ধৃত করে রুশ বার্তা সংস্থা আরআইএ বলেছে- সংঘর্ষে সেনাসদস্যরাই বেশি আহত হয়েছেন। তিনি বলেন- পরিস্থিতি জটিল। কাল কী হবে সে নিশ্চয়তা কেউ দিতে পারছে না।
কিরগিজের জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয় বলেছে- সংঘাতপূর্ণ এলাকা থেকে ১ লাখ ৩৬ হাজারের বেশি বেসামরিক নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে।