1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
চ্যাটজিপিটির লেখা ভাষণ পড়লেন ডেনমার্কের প্রধানমন্ত্রী - DeshBideshNews
November 27, 2024, 3:56 pm
 

চ্যাটজিপিটির লেখা ভাষণ পড়লেন ডেনমার্কের প্রধানমন্ত্রী

  • Update Time : Thursday, June 1, 2023
  • 86 Time View
চ্যাটজিপিটির লেখা ভাষণ পড়লেন ডেনমার্কের প্রধানমন্ত্রী

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) লিখে দিল ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেনের পার্লামেন্টের ভাষণ। প্রযুক্তিটির বৈপ্লবিক দিক ও ঝুঁকির বিষয়টিতে আলোকপাত করার জন্য ড্যানিশ প্রধানমন্ত্রী এটি করান। গতকাল বুধবার গ্রীষ্মকালীন ছুটির প্রাক্কালে পার্লামেন্টে প্রথাগত এই ভাষণ দেন তিনি।ভাষণের এক পর্যায়ে প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন পার্লামেন্ট সদস্যদের বলেন, ‘এইমাত্র আমি এখানে যা পাঠ করলাম, তা ঠিক আমার কথা নয়।

কিংবা এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিরও নয়।’ এরপর বিষয়টি খোলাসা করে প্রধানমন্ত্রী জানান, তাঁর ভাষণের কিছু অংশ লেখা হয়েছে চ্যাটজিপিটি নামের এআই ব্যবহার করে। তিনি সরকারি কার্যক্রমের পরিচালনা ও শৃঙ্খলার প্রসঙ্গ টেনে কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে বলেন, ‘এটি একদিকে আকর্ষণীয় হলেও অন্যদিকে ক্ষতিকর।’চ্যাটজিপিটি হচ্ছে এক ধরনের এআই চ্যাটবট।

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে গঠন করা কম্পিউটার প্রগ্রামই হচ্ছে চ্যাটবট। এর মধ্যে বর্তমানে চ্যাটজিপিটিই বেশি জনপ্রিয়। চ্যাটবটগুলোকে অসংখ্য তথ্য-উপাত্ত দিয়ে প্রশিক্ষিত করা হয়। এতে এটি কয়েক সেকেন্ডের মধ্যে যেকোনো প্রশ্নের উত্তর দিতে পারে। তবে এ প্রযুক্তি এখনো শতভাগ নিখুঁত নয়।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ