দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৩২৯ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ৯ হাজার ৪২ জন ফিলিস্তিনি। রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলের বিমান হামলায় কেবল গত ২৪ ঘণ্টার মধ্যেই ৩২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপরদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৩০০ জন ইসরায়েলি নিহতের খবর পাওয়া গেছে। আর আহত হয়েছেন প্রায় তিন হাজার ইসরায়েলি।
গত ৯ দিন ধরে গাজা উপত্যকায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল। এছাড়া গাজাকে পুরোপুরি অবরুদ্ধ করে রাখা হয়েছে। জ্বালানি, বিদ্যুৎ, পানি, খাবার ও ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে। গাজায় বসবাসকারী ২৩ লাখ ফিলিস্তিনিকে পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।
গাজায় স্থল, আকাশ ও নৌ হামলা শুরু করতে যাচ্ছে ইসরায়েল। উত্তর গাজা থেকে সব বেসামরিক মানুষদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।