1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
কোরান পোড়ানোয় ক্ষোভ প্রকাশ করলেন সুইডেনের প্রধানমন্ত্রী - DeshBideshNews
November 27, 2024, 7:40 am
 

কোরান পোড়ানোয় ক্ষোভ প্রকাশ করলেন সুইডেনের প্রধানমন্ত্রী

  • Update Time : Sunday, January 22, 2023
  • 88 Time View
কোরান পোড়ানোয় ক্ষোভ প্রকাশ করলেন সুইডেনের প্রধানমন্ত্রী

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন গত শনিবার স্টকহোমে বিক্ষোভ করা মুসলিমদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। এক টুইটার বার্তায় তিনি বলেন, ধর্মীয় পবিত্র বই পুড়িয়ে দেওয়া অনেকের কাছেই একটি গভীর অবমাননাকর কাজ।

সুইডিশ প্রধানমন্ত্রী আরো বলেন, মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের একটি মৌলিক অংশ হলেও বেআইনী কাজের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। শনিবার যা ঘটেছে তাতে বিক্ষুব্ধ সব মুসলমানের প্রতি আমি আমার সহানুভূতি প্রকাশ করতে চাই। গত শনিবার স্টকহোমে তুর্কি দূতাবাসের কাছে ইসলামের পবিত্র গ্রন্থ কোরানের একটি কপি পুড়িয়ে দেন উগ্র ডানপন্থী নেতা রাসমাস পালুদান। এই উস্কানিমূলক সভা আয়োজনের খবরেই তুরস্ক প্রতিবাদ জানিয়েছিল। শুক্রবার দেশটিতে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানানো হয়।

তুরস্ক সরকার তাদের দূতাবাসের সামনে ওই বিক্ষোভের অনুমতি প্রত্যাহার করার দাবি জানিয়েছিল। তবে সুইডেন সে পথে যায়নি। প্রতিবাদস্বরূপ সুইডিশ প্রতিরক্ষামন্ত্রী পল জনসনের আগামী সপ্তাহের নির্ধারিত তুরস্ক সফর বাতিল ঘোষণা করেছে আঙ্কারা। কিছুদিন আগে স্টকহোমে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের কুশপুত্তলিকা রাস্তায় ঝুলিয়ে রাখার প্রতিবাদে সুইডিশ পার্লামেন্টের স্পিকারের সফরও একইভাবে বাতিল করেছিল দেশটি।
শনিবার স্টকহোমে তুরস্কবিরোধী কয়েকটি সংগঠনকে বিক্ষোভ করার অনুমতি দিয়েছিল স্টকহোম পুলিশ। অনুমতিপ্রাপ্ত কয়েকটি সংগঠন তুরস্কে তালিকাভুক্ত সরকারবিরোধী হিসাবে পরিচিত।

শনিবার স্টকহোমে তুরস্ক ও দেশটির প্রেসিডেন্ট এরদোয়ানের পক্ষে-বিপক্ষে বেশ কয়েকটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়। তবে সেই বিক্ষোভে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। একইদিন সন্ধ্যায় তুরস্কের ইস্তাম্বুলে সুইডেনের কনস্যুলেট জেনারেলের বাইরে একটি ছোট দল বিক্ষোভের আয়োজন করে। সেখানে সুইডিশ পতাকায় আগুন লাগানো হয় বলে জানা যায়।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ