আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের কাবুলে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার ঘটনায় দেশটিতে বিক্ষোভ হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার কাবুলের রাজপথে হজার হাজার মানুষ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মিছিল করেন। এ সময় তাঁরা যুক্তরাষ্ট্রবিরোধী প্ল্যাকার্ড বহন করেন, শ্লোগান দেন…।
গত রোববার কাবুলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর ড্রোন হামলায় নিহত হন আল-কায়েদার শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরি। আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের পুরোপুরি দেশে ফিরিয়ে নেওয়ার পর কাবুলে এটাই ছিল যুক্তরাষ্ট্রের প্রথম হামলা।
তালেবানের পক্ষ থেকে গত বৃহস্পতিবার বলা হয়েছে- আয়মান আল জাওয়াহিরি আফগানিস্তানে প্রবেশ করেছেন এবং কাবুলে অবস্থান করছেন, সেই বিষয়ে তালেবান সরকার কিছুই জানতো না। পরবর্তীতে আফগানিস্তানের মাটিতে এ ধলনের হামলা না চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে তালেবান।
যুক্তরাষ্ট্রে নাইন ইলেভেন হামলার মূল সংগঠকদের একজন আয়মান আল জাওয়াহিরি। মার্কিন হামলায় আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের মৃত্যুর পর সংগঠনের হাল ধরেন আয়মান আল-জাওয়াহিরি। রোববার তালেবান নিয়ন্ত্রিত কাবুলের একটি সুরক্ষিত বাড়ির ব্যালকনিতে আয়মান আল জাওয়াহিরি পা রাখামাত্রই ড্রোনের সহায়তায় দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র দিয়ে সেখানে হামলা চালানো হয়।