দেশ বিদেশ ডেস্ক : যুক্তরাষ্ট্রজুড়ে স্থানীয় সময় রবিবার বিপুলসংখ্যক বিমানের ফ্লাইট বাতিল এবং বিলম্বের ঘটনা ঘটেছে। সিএনএন জানিয়েছে, ৯ শতাধিক ফ্লাইট বাতিল ও ছয় হাজারের বেশি ফ্লাইটে বিলম্ব হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়ে বিমানের যাত্রীরা। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যার জানিয়েছে, রবিবার দেশটিতে ৯১২টি ফ্লাইট বাতিল হয়েছে এবং ছয় হাজার ৩৭৮টি ফ্লাইট বিলম্বে ছেড়েছে।
রবিবার শিকাগোতে ব্যাপক বৃষ্টি হয়েছে। কিছু জায়গায় বন্যার সতর্কতা জারি করা হয়। ফলে শিকাগোর ও’হ্যার আন্তর্জাতিক বিমানবন্দরে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হয়েছে। সেখানে ১২ শতাংশ বাতিল এবং ৪০ শতাংশ ফ্লাইট বিলম্বে ছেড়েছে।
গত শনিবার যুক্তরাষ্ট্রজুড়ে ৬৫৭টি ফ্লাইট বাতিল হয়েছিল এবং সাত হাজার ২৬৭টি বিলম্বে ছেড়েছে। ওই দিন আমেরিকান এয়ারলাইনসের ৪ শতাংশ ফ্লাইট বাতিল এবং ২৪ শতাংশ বিলম্ব হয়।